ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

সুনামগঞ্জে গোল্ডকাপ টুর্নামেন্টে সপ্তম দিনে ছাতক জয়ী

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৫ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৭
সুনামগঞ্জে গোল্ডকাপ টুর্নামেন্টে সপ্তম দিনে ছাতক জয়ী ছাতক থানা বনাম বিশ্বম্ভরপুর থানার খেলার একটি দৃশ্য। ছবি: বাংলানিউজ

সুনামগঞ্জ: সুনামগঞ্জে চলমান পুলিশ সুপার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সপ্তম দিনে ৬-১ গোলে জয় পেয়েছে ছাতক থানা দল।
 

রোববার (২৬ নভেম্বর) বিকেলে সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামে সপ্তম দিনের খেলা অনুষ্ঠিত হয়।

ছাতক থানার প্রতিপক্ষ ছিল বিশ্বম্ভরপুর থানা।

ছাতক থানা ৬-১ গোলে বিশ্বম্ভরপুর থানাকে পরাজিত করে।

রোববার (১৯ নভেম্বর) শুরু হওয়া এ টুর্নামেন্ট ধারাবাহিকভাবে চলছে। জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় প্রতিযোগিতায় অংশ নিয়েছে জেলার ১২টি থানা।

সোমবার (২৭ নভেম্বর) দক্ষিণ সুনামগঞ্জ থানা খেলবে দিরাই থানার বিপক্ষে। ৫ ডিসেম্বর এ টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে।

ছাতক থানা আর বিশ্বম্ভরপুর থানার খেলাটি গ্যালারিতে বসে উপভোগ করেন জেলার হাজারো ফুটবল প্রেমী দর্শক।

এসময় উপস্থিত ছিলেন- সুনামগঞ্জের পুলিশ সুপার বরকত উল্লাহ খান, ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল, সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮০২ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।