প্রতিযোগিতার বিষয়ে জানতে চাওয়া হলে বাংলাদেশ ভলিবল ফেডারেশনের যুগ্ম-সম্পাদক অ্যাড. ফজলে রাব্বি বাবুল জানান, ‘সবকিছু ঠিকঠাক থাকলে ১২ থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে ওয়ালটন বিজয় দিবস ভলিবল টুর্নামেন্ট। আশা করছি ১০টি দলকে নিয়ে এই টুর্নামেন্ট আয়োজন করতে পারব।
প্রতিযোগিতার বিষয়ে ওয়ালটন গ্রুপের অপারেটিভ ডিরেক্টর (হেড অব স্পোর্টস এন্ড ওয়েলফেয়ার) এফ.এম. ইকবাল বিন আনোয়ার (ডন) জানান, ‘আমরা ওয়ালটন গ্রুপ নিয়মিত ভলিবলের সঙ্গে সম্পৃক্ত হচ্ছি। এবারও তার ব্যতিক্রম ঘটেনি। ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে শুরু হবে বিজয় দিবস ভলিবল টুর্নামেন্ট। আমরা ভলিবলের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে চাই। এক সময় বাংলাদেশে জনপ্রিয়তার দিক দিয়ে ফুটবলের পরেই ছিল ভলিবল। আমরা বিভিন্ন ধরণের টুর্নামেন্ট আয়োজনের মধ্য দিয়ে ভলিবলের জন্য আরো ভালো ভালো খেলোয়াড় তুলে আনতে চাই। পাইপ লাইনে ভালো কিছু খেলোয়াড় দেখতে চাই। চাই, ভলিবলের সেই গৌরবের দিন ফিরে আসুক। ’
বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, ২৬ নভেম্বর ২০১৭
এমআরপি