জাতীয় ক্রীড়া পরিষদের পুরাতন ভবনের নিচতলায় অনুষ্ঠিতব্য তিনব্যাপী এই প্রতিযোগিতা বৃহস্পতিবার চূড়ান্তপর্ব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে।
তার আগে সোমবার (২৭ নভেম্বর) প্রতিযোগিতার বিষয়ে বিস্তারিত জানানোর জন্য বাংলাদেশ অলিম্পিক ভবনের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, দেশের ৬০টি ক্লাবের ২০০ জন বডিবিল্ডার ছয়টি ওজন শ্রেণিতে প্রতিদ্বন্দ্বিতা করবে। প্রতিযোগিতার ওজন শ্রেণিগুলো হলো- ৬০ কেজি, ৬৫ কেজি, ৭০ কেজি, ৭৫ কেজি, ৮০ কেজি ও ৮০+ কেজি। প্রতিটি ক্যাটাগরিতে প্রথম থেকে ষষ্ঠ স্থান অর্জকারীদের মেডেল, সনদপত্র ও অর্থ পুরস্কার দেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৮৫৬ ঘণ্টা, ২৭ নভেম্বর ২০১৭
এমআরপি