ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

বাগেরহাটে ৮ দলীয় হা-ডু-ডু প্রতিযোগিতা অনুষ্ঠিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৯ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০১৭
বাগেরহাটে ৮ দলীয় হা-ডু-ডু প্রতিযোগিতা অনুষ্ঠিত বাগেরহাটে ৮ দলীয় হা-ডু-ডু প্রতিযোগিতা অনুষ্ঠিত

বাগেরহাট: উৎসাহ আর উদ্দিপনার মধ্য দিয়ে হাজারও দর্শকের উপস্থিতিতে বাগেরহাটে গ্রাম বাংলার ঐতিহ্যবাহি ৮ দলীয় হা-ডু-ডু প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২ ডিসেম্বর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাগেরহাট সদর উপজেলার গোটাপাড়া ইউনিয়নের মুক্ষাইট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

প্রতিযোগিতায় জেলার বিভিন্ন অঞ্চল থেকে ৮টি দল অংশ নেয়।

দলগুলো হলো- উজলপুর, আতাইকাঠি, আলীপুর, চিতলমারী, মূলঘর, নওয়াপাড়া, বারুইপাড়া ও কাফুরপুরা।

বাংলাদেশ জাতীয় কাবাডি টিমের অধিনায়ক মুন্সি আর্দুজ্জামান ও খেলোয়ার তুহিন তরফদার এ প্রতিযোগীতায় মূলঘর দলের পক্ষে অংশ নেন। যশোর অঞ্চলের বিখ্যাত খেলোয়ার কবির ইসলাম টাইগার অংশ নেন আতাইকাঠি দলের পক্ষে। এছাড়া আটটি দলের প্রত্যেকটি দলে দেশের বিভিন্ন অঞ্চলের খ্যাতনামা কাবাডি খেলোয়ারের অংশগ্রহণ ছিলো স্বতস্ফূর্ত।

বিখ্যাত সব খেলোয়ারদের খেলা দেখতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মুক্ষাইট সরকারি বিদ্যালয়ের মাঠে ঢল নামে হাজারও ক্রীড়া প্রেমী দর্শকদের। খেলায় মূলঘর দল চ্যাম্পিয়ন ও আতাইকাঠি রানার্সআপ হয়।

খেলা শেষে বাগেরহাট জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস প্রধান অতিথি হিসেবে বিজয়ী দলের হাতে নগদ ৫০ হাজার টাকা ও চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন। এ সময় রানার্সআপ দলকে নগদ ৩০ হাজার টাকা ও ট্রাফি প্রদান করা হয়।

বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিনের একান্ত সচিব মো. ফিরোজুল ইসলামের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব শেখ আতাহার হোসেন, বাগেরহাট পুলিশ সুপার (এসপি) পংঙ্কজ চন্দ্র রায়, মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাতাব উদ্দিন ও চেম্বার অব কমার্সের সভাপতি শেখ লিয়াকত হোসেন লিটন প্রমুখ।

বাংলাদেশ সময়: ০১৫৮ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১৭
এইচএমএস/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।