শুক্রবার (১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক এসএম আবদুল কাদের।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- আরইউজে সভাপতি কাজী শাহেদ, সাধারণ সম্পাদক তানজিমুল হক, রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক রাফিউস সামস প্যাডি, ক্রিকেট টুর্নামেন্টের আহ্বায়ক কবীর তুহিন ও টুর্নামেন্ট কমিটির সদস্য রওনক আরা জেসমিন।
টি-২০ ফরমেটে এবারের ক্রিকেট টুর্নামেন্ট মোট ছয়টি দলে বিভক্ত হয়ে রাজশাহীর ১০২ জন সাংবাদিক খেলছেন। গত ১৫ জানুয়ারি খেলোয়াড়দের নিলাম অনুষ্ঠিত হয়।
টুর্নামেন্টের দলগুলো হলো- ডাইনামিক রিপোর্টার্স, মিডিয়া গ্লাডিয়েটর, ব্লেজিং এডিটর, জার্নালিস্ট সিক্সার, জার্নালিস্ট ওয়ারিয়রস ও সুপার ফোকাস।
উদ্বোধনী ম্যাচে সকালে জার্নালিস্ট সিক্সার্স ও ব্লেজিং এডিটর পরস্পরের মুখোমুখি হয়। দুপুর দেড়টায় মাঠে গড়াবে সুপার ফোকাস ও মিডিয়া গ্ল্যাডিয়েটরের খেলা।
শনিবার (২ ফেব্রুয়ারি) সকালে লড়বে জার্নালিস্ট সিক্সার্স ও ডাইনামিক রিপোর্টার্স। একইদিন দুপুরে খেলবে সুপার ফোকাস ও জার্নালিস্ট ওয়ারিয়রস।
বাংলাদেশ সময়: ১২৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৯
এসএস/আরবি/