ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

ক্ষুদে ক্রিকেটারদের হাতে পুরস্কার তুলে দিল শেখ জামাল

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৯
ক্ষুদে ক্রিকেটারদের হাতে পুরস্কার তুলে দিল শেখ জামাল বনভোজনে উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান ও শেখ জামাল ধানমন্ডি ক্লাবের সভাপতি সাফওয়ান সোবহান

শেখ জামাল ক্রীড়া কমপ্লেক্সে যেন কিশোর ক্রিকেটারদের মিলন মেলায় পরিণত হয়েছিল।  শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) ছিল শেখ জামাল ধানমন্ডি ক্রিকেট একাডেমির বনভোজন। তরুণ ক্রিকেটারদের প্রতিভার বিকাশ ঘটানোর সুযোগ করে দিতে এই একাডেমি গড়ে তোলা হয়েছে। এখানে শত শত প্রতিভাবান ক্রিকেটার প্রশিক্ষণ নিচ্ছেন। তাদের উৎসাহিত করতেই এই ব্যতিক্রমী বনভোজনের আয়োজন করা হয়। বনভোজনে উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান ও শেখ জামাল ধানমন্ডি ক্লাবের সভাপতি সাফওয়ান সোবহান। এছাড়া আরও উপস্থিত ছিলেন গভর্নিং বডির চেয়ারম্যান অভিজ্ঞ সংগঠক মনজুর কাদেরসহ ক্লাবের সঙ্গে সংশ্লিষ্টরা অন্যান্যরা।

ক্লাবের প্রেসিডেন্টকে কাছে পেয়ে উচ্ছ্বসিত কিশোর ক্রিকেটাররা। তাদের সঙ্গে কুশল বিনিময় করেন সাফওয়ান সোবহান।

তাদের সুবিধা-অসুবিধার খোঁজ নেন। পরে ২০১৮ সালে বিভিন্ন বয়স ভিত্তিক দলে সেরা পারফর্ম করা ক্রিকেটারদের হতে পুরস্কার তুলে দেন তিনি।

নিজের বক্তব্যে দেশের ক্রীড়াঙ্গনের জন্য অবদান রাখতে পারায় উচ্ছ্বাস প্রকাশ করেন সাফওয়ান সোবহান। তিনি বলেন, “আমি ধানমন্ডির ছেলে। এই মাঠে খেলেই আমি বড় হয়েছি। দেশের ক্রীড়াক্ষেত্রে কিছু করতে পেরে অনেক ভালো লাগছে। ক্লাব থেকে যে এমন একটা পরিবেশ তৈরি করতে পারছি সেজন্য অনেক ভালো লাগছে। এই কমিউনিটিকে কিছু ফেরত দিতে পারছি এতে আমি খুবই আনন্দিত। বাংলাদেশের স্পোর্টসের দিকে ডেভেলপ করতে পারছি, এটাও আনন্দের। ”  

নিজের বক্তব্যের এক পর্যায়ে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের ক্রিকেট একাডেমিকে একটি বোলিং মেশিন দেওয়ার কথা ঘোষণা করেন ক্লাব প্রেসিডেন্ট।

এমন আয়োজন করায় ক্রিকেট একাডেমিকে ধন্যবাদ জানান গভনিং কমিটির সভাপতি মনজুর কাদের। তিনি বলেন, “আমি ধন্যবাদ জানাচ্ছি ক্লাব কর্তৃপক্ষকে এমন আয়োজনের জন্য। দেশের যুব সমাজ যেভাবে মাদকাসক্ত হয়ে পড়ছে তা থেকে মুক্তির জন্য এটা একটা ভালো উদ্যোগ। ”

অনুষ্ঠান শেষে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের কিশোর ফুটবলারদের সঙ্গে মতবিনিময় সাফওয়ান সোবহান। তার উপস্থিতিতে এক আনন্দঘন দিন কাটালেন কিশোর ফুটবলার, তাদের অভিভাবক, সাবেক খেলোয়াড়রা।

বাংলাদেশ সময়: ২২০৭ ঘন্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৯
আরএআর/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।