শনিবার (২৩ ফেব্রুয়ারি) ইসলামী বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিশ্ববিদ্যালয় হ্যান্ডবল প্রতিযোগিতা ২০১৯ শুরু হয়। উদ্বোধনী ম্যাচে টুর্নামেন্টের অন্যতম শক্তিশালী দল রাজশাহী বিশ্ববিদ্যালয়কে (রাবি) ২-৭ গোলে হারিয়ে উড়ন্ত সূচনা করে ইবির নারী দল।
গ্রুপের এক দল অংশগ্রহণ না করায় এক ম্যাচ জিতেই সেমিফাইনাল নিশ্চিত করে ইবি। এরপর সেমিফাইনালে পুরো সময়ে খেলায় একাধিপত্য দেখিয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে (শাবিপ্রবি) ২-১২ গোলে হারিয়ে ফাইনালে ওঠে ইবি।
তবে ফাইনালে ইবির মেয়েরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাথে হেরে যায়। তবে প্রথমবারের মতো আন্তঃবিশ্ববিদ্যালয় হ্যান্ডবল টুর্নামেন্টে অংশগ্রহন করে রানারআপ হওয়ায় অভিনন্দন জানিয়েছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন।
একই দিনের সকাল সাড়ে ১০টার দিকে অনুষ্ঠিত টুর্নামেন্টের তৃতীয় স্থান নির্ধারনী ম্যাচে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে (চবি) হারিয়ে তৃতীয় স্থান অর্জন করে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(যবিপ্রবি)।
হ্যান্ডবল টুর্নামেন্টের (নারী ক্যাটাগরি) ফাইনাল খেলা শেষে বিজয়ী দল, রানার্সআপ ও তৃতীয় স্থান অর্জনকারী দলের মাঝে ট্রফি তুলে দেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা।
এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্ম্মন, প্রক্টর (ভারপ্রাপ্ত) সহযোগী অধ্যাপক ড. আনিছুর রহমান, শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক ড. মুহাম্মদ সোহেল প্রমুখ।
উল্লেখ্য, এ বছর আন্তঃবিশ্ববিদ্যালয় হ্যান্ডবল প্রতিযোগিতায় নারী ক্যাটাগরিতে ইসলামী বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ মোট সাতটি বিশ্ববিদ্যালয় অংশগ্রহন করে।
বাংলাদেশ সময়: ২৩২২ ঘন্টা, ফেব্রুয়ারী ২৫, ২০১৯
টিআই/এমকেএম