২১তম জাতীয় জিমন্যাস্টিকসে চ্যাম্পিয়ন বিকেএসপির মেয়েরা
বাংলাদেশ জিমন্যাস্টিকস্ ফেডারেশনের ব্যবস্থাপনায় জাতীয় ক্রীড়া পরিষদের জিমনেশিয়ামে অনুষ্ঠিত হচ্ছে চার দিনব্যাপী ৩৬তম সিনিয়র, ২১তম জুনিয়র ও ৪র্থ বয়স ভিক্তিক জাতীয় জিমন্যাস্টিকস্ প্রতিযোগিতা-২০১৯। শনিবার (২ মার্চ) প্রতিযোগিতার তৃতীয় দিনে অনুষ্ঠিত ২১ তম বালক ও বালিকা জাতীয় জিমন্যাস্টিকস্ প্রতিযোগিতায় বালিকা দলগত বিভাগে ১১৫ দশমিক ৬০ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন হয়েছে বিকেএসপি।
আর এ বিভাগে ৭৯ দশমিক ৩০ পয়েন্ট পেয়ে রানার আপ হয়েছে কোয়ান্টাম ফাউন্ডেশন। এছাড়া অসাধারণ পার্ফরমেন্স প্রদর্শন করে বালিকা বিভাগে ৩২ দশমিক ১০ পয়েন্টে অর্জন করে সেরা খেলোয়াড় নির্বাচত হয়েছেন বিকেএসপির মিফতাহুল জান্নাত ইয়ামা।
এবং ৩০ দশমিক ৬০ পয়েন্ট পেয়ে রানার আপ হয়েছেন একই প্রতিষ্ঠানের ইয়াসিন হক রিসা।
রোববার শেষ হচ্ছে ৩৬তম সিনিয়র, ২১তম জুনিয়র ও ৪র্থ বয়স ভিক্তিক জাতীয় জিমন্যাস্টিকস্ প্রতিযোগিতা-২০১৯।
৩ মার্চ বিকেল ৪টায় পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে শেষ হচ্ছে এবারের জাতীয় জিমন্যাস্টিকস্ প্রতিযোগিতা-২০১৯। প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে পুরস্কার বিতরণ করবেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো: ওমর ফারুক। অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন ফেডারেশনের সভাপতি শেখ বশির আহমেদ।
বাংলাদেশ সময়: ১৯২৪ ঘণ্টা, ০২ মার্চ, ২০১৯
এমএমএস
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।