ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

ক্রাইস্টচার্চ ঘটনায় শোকাহত ক্রিকেটাঙ্গন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৯ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৯
ক্রাইস্টচার্চ ঘটনায় শোকাহত ক্রিকেটাঙ্গন আল নূর মসজিদ। ছবি: সংগৃহীত

শুক্রবার (১৫ মার্চ) নিউজিল্যান্ডের স্থানীয় সময় দেড়টার দিকে দুটি মসজিদে সন্ত্রাসী হামলায় নিহতের সংখ্যা ৪০ ছাড়িয়েছে। ক্রাইস্টচার্চের আল নূর মসজিদে জুমার নামাজ আদায়ে যাচ্ছিলেন বাংলাদেশ দলের ক্রিকেটাররাও। সৌভাগ্যক্রমে নিরাপদেই ফেরেন তারা। 

এমন ভয়াবহ ঘটনার পর পুরো বিশ্বের মতো ক্রিকেটাঙ্গন জুড়েও শোকের ছায়া নেমে আসে। বিশ্বের অনেক সাবেক ও বর্তমান দেশি-বিদেশি ক্রিকেটাররা সামাজিক যোগাযোগ মাধ্যমে শোকবার্তা দিয়েছেন।

 

মাহেলা জয়াবর্ধনে টুইটে লেখেন, ‘ক্রাইস্টচার্চে যা ঘটেছে তার জন্য খুবই দুঃখিত। ক্ষতিগ্রস্থ ও তাদের পরিবারের জন্য প্রার্থনা রইলো। ’

কুমার সাঙ্গাকারা লেখেন, ‘ক্রাইস্টচার্চের গোলাগুলির ঘটনা জানতে পেরে শঙ্কিত। প্রতিটি প্রিয় মানুষহারাদের জন্য আমার মন থেকে তাদের জন্য সমবেদনা ও সহানুভূতি। সবার জন্য প্রার্থনা ও ভালোবাসা রইলো এই দুঃখজনক ঘটনায়। সকল আহতদের দ্রত সুস্থতা কামনা করছি। ’

ইংলিশ ক্রিকেটার ইয়ন মরগ্যান তার টুইটে লিখেছেন, ‘খুবই খারাপ সংবাদ আজ ক্রাইস্টচার্চে সকালে যা ঘটেছে। ক্ষতিগ্রস্থদের জন্য আমার প্রার্থনা রইলো। ’

অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক মাইকেল ক্লার্ক লিখেছেন, ‘ভয়াবহ সংবাদ পেলাম ক্রাইস্টচার্চের। এটা বিধ্বংসী। নামাজের সময়ে এমন ঘটনা খুবই দুঃখ দেয়। ’

শহীদ আফ্রিদি, ‘ক্রাইস্টচার্চে দুঃখজনক ঘটনা ঘটেছে। আমি দেখেছি নিউজিল্যান্ড কতটা শান্ত ও বন্ধুত্বপূর্ণ দেশ। তামিমের (ইকবাল) সঙ্গে কথা হয়েছে, সবাই নিরাপদে আছেন। পুরো বিশ্বের এক হওয়া উচিৎ। ঘৃণা বন্ধ হোক। সন্ত্রাসীদের কোনো ধর্ম নেই। আক্রান্তদের পরিবারের জন্য দোয়া ও ভালবাসা রইলো। ’

বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ। দলের সবাই নিরাপদে হটেলে ফিরেছেন জেনে ভালো লাগছে। আশা করছি তারা শিগগিরই সুস্থভাবে দেশে ফিরবেন। এই অবুঝ সন্ত্রাসী হামলায় নিহতদের জন্য রইলো দোয়া। ’ 
পেসার রুবেল হোসেন ফেসবুকে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ। আল্লাহ সব কিছুর মালিক। এই মসজিদে আমিও নামাজ পড়ে এসেছি। এটা একটা পরিকল্পিত হামলা। মহান আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আমাদের ক্রিকেটারদের রক্ষা করেছেন এত বড় একটা দুর্ঘটনা থেকে। যে সমস্ত মুসলমান ভাইয়েরা মারা গেছে আল্লাহ তাদেরকে জান্নাত নসিব করুন আমিন। ’

উইকেটরক্ষক ব্যাটসম্যান কাজী নুরুল হাসান সোহান লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ। দলের সবাই নিরাপদে হটেলে ফিরেছেন জেনে ভালো লাগছে। আশা করছি তারা শিগগিরই সুস্থভাবে দেশে ফিরবেন। এই অবুঝ সন্ত্রাসী হামলায় নিহতদের জন্য রইলো দোয়া। যারা মানুষকে মারে তাদের জন্য লজ্জা ছাড়া আর কিছুই নেই। আল্লাহ সব কিছুর মালিক। ’

বাংলাদেশ সময়: ১৩০ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৯
এমকেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।