চারদিন ব্যাপী চলবে এই টুর্নামেন্ট। প্রথমবারের মতো অনুষ্ঠেয় এই টুর্নামেন্টে প্রায় ১০০ জন পেশাদার গলফার অংশ নিচ্ছেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ পেশাদার গলফার অ্যাসোসিয়েশন এর সভাপতি ও বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা লে. কর্ণেল খন্দকার আবদুল ওয়াহেদ (অব:), মহাসচিব ব্রিগেডিয়ার জেনারেল মো. আহসানুল হক মিয়া (অবঃ) ও যুগ্ম-সম্পাদক মেজর গোলাম মোর্শেদ (অবঃ), হেড অব মার্সেল ড. মো. শাখাওয়াত হোসেন (নির্বাহী পরিচালক), এফএম ইকবাল বিন আনোয়ার (ডন), নির্বাহী পরিচালক (গেমস অ্যান্ড স্পোর্টস), ওয়ালটন গ্রুপ সহ অন্যান্যরা।
এ সময় বিপিজিএ সভাপতি লে. কর্ণেল খন্দকার আব্দুল ওয়াহেদ বলেন, ‘এই টুর্নামেন্ট বাংলাদেশের গলফারদের দক্ষতা বৃদ্ধিতে সহায়তা করবে। বঙ্গবন্ধু কাপ এশিয়ান ট্যুর’র আগে এই টুর্নামেন্ট প্রস্তুতির জন্য ভালো সুযোগ হবে দেশের গলফারদের জন্য। ভবিষ্যতে যেন বিদেশের মাটিতে দেশের পতাকার মান রাখা যায় সেই দিকে লক্ষ্য রাখতে হবে। ’
আগামী ২৭ মার্চ পর্যন্ত চলবে টুর্নামেন্ট। খেলা অনুষ্ঠিত হবে সাভারে। প্রতিযোগিতায় যিনি চ্যাম্পিয়ন হবেন তিনি পাবেন ১ লক্ষ ৪৫ হাজার টাকা। অন্যদের জন্যও জন্য থাকছে আর্থিক পুরস্কার ও ট্রফি। টুর্নামেন্টের মোট বাজেট ১৫ লাখ টাকা, যার মধ্যে ১৩ লাখ টাকা প্রাইজমানি হিসেবে দেওয়া হবে।
বাংলাদেশ সময়: ২১৫৯ ঘন্টা, মার্চ ২১, ২০১৯
আরএআর/এমএইচএম