শুক্রবার (২২ মার্চ) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, শুক্রবার সকালে রাজধানীর আর্মি গলফ ক্লাবে বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদ।
এ সময় আরও উপস্থিত ছিলেন লজিস্টিকস এরিয়া কমান্ডার ও আর্মি গলফ ক্লাবের প্রেসিডেন্ট মেজর জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, নাভানা গ্রুপের সিনিয়র ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম, ব্রিগেডিয়ার জেনারেল শাহ-নূর জিলানী, টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ মো. রফিকুল ইসলাম, সদস্য সচিব লেফটেন্যান্ট কর্নেল (অবঃ) মো. তোজাম্মেল হক প্রমুখ।
অ্যামেচার গলফারদের নিয়ে আয়োজিত পাঁচটি ক্যাটাগরিতে টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে। বিভাগগুলো হলো- সিনিয়র, জুনিয়র, রেগুলার, লেডিস ও ভ্যাটারান। বিদেশি খেলোয়াড়সহ টুর্নামেন্টে ৭০০ জন খেলোয়াড় অংশ নেবেন।
শনিবার (২৩ মার্চ) রাতে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্যে দিয়ে টুর্নামেন্ট শেষ হবে।
বাংলাদেশ সময়: ১২৫৫ ঘণ্টা, মার্চ ২২, ২০১৯
আরআইএস/