বৃহস্পতিবার (২৮ মার্চ) বিকেল ৪টার দিকে কুর্মিটোলা গলফ ক্লাবের ব্যাংকুয়েট হলে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে টুর্নামেন্টের লোগো উন্মোচন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ গলফ ফেডারেশনের প্রেসিডেন্ট জেনারেল আজিজ আহমেদ।
প্রধান অতিথির বক্তব্যে সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ বলেন, 'আমার খুবই ভালো লাগছে এ সুন্দর মুহূর্তের সাক্ষী হতে পেরে। প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই টুর্নামেন্টের নামকরণ 'বঙ্গবন্ধু'র নামে করার জন্য। ধন্যবাদ জানাই এ টুর্নামেন্ট আয়োজন করার জন্য। আমি আশা করি এ টুর্নামেন্ট থেকে বাংলাদেশের গলফাররা ভালো ফলাফল করবে। ’
বলিউড তারকা সঞ্জয় দত্ত বলেন, ‘বাংলাদেশে এসে ভালো লাগছে। এ ধরনের অনুষ্ঠানে আসতে পেরে সম্মানিত বোধ করছি। ভবিষ্যতে যে কোনো দরকারে বাংলাদেশ আমাকে পাশে পাবে। ’
লোগো উন্মোচন শেষে টুর্নামেন্ট সম্পর্কে গণমাধ্যমকে বিস্তারিতভাবে জানিয়ে ব্রিফ করেন বঙ্গবন্ধু কাপ গলফ ওপেন ২০১৯ এর সাংগঠনিক কমিটির এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান এবং বাংলাদেশ গলফ ফেডারেশনের সেক্রেটারি জেনারেল ব্রিগেডিয়ার সাঈদ সিদ্দিকি, মিডিয়া কমিটির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল সেলিম মাহমুদ চৌধুরী এবং টুর্নামেন্ট সাপোর্ট ও গ্রাউন্ড কমিটির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবিদুর রেজা খান।
প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, আন্তর্জাতিক এ টুর্নামেন্টে পৃথিবীর বিভিন্ন দেশের- বিশেষ করে এশিয়ার খ্যাতিমান পেশাদার গলফাররা অংশগ্রহণ করে থাকেন। এ আয়োজন ক্রীড়া জগতে বাংলাদেশের ভাবমূর্তি নতুন এক উচ্চতায় নিয়ে যাবে। পাশাপাশি এ ইভেন্ট দেশকে এশিয়ার অন্যতম গলফিং গন্তব্যে পরিণত করবে এবং ক্রীড়া, পর্যটন ও ব্যবসা-বাণিজ্যসহ বিভিন্ন খাতে বিনিয়োগের বিপুল সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।
এশিয়া (জাপান ছাড়া) ও ওশেনিয়া অঞ্চলের বিভিন্ন দেশে এশিয়ান ট্যুর কর্তৃক আয়োজিত এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে থাকে। এশিয়ার সর্ববৃহৎ এ টুর্নামেন্ট এশিয়া, ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া এবং আফ্রিকার শ্রেষ্ঠ পেশাদার গলফারগণ অংশগ্রহণ করবেন। তিন লাখ ৫০ হাজার মার্কিন ডলার প্রাইজ মানির এ টুর্নামেন্টের নামকরণ করা হয়েছে 'বঙ্গবন্ধু কাপ গলফ ওপেন ২০১৯'।
২২টি দেশের প্রায় ১৫০ জন গলফার অংশ নেবেন এ টুর্নামেন্ট। বাংলাদেশের ৪০ জন প্রফেশনাল ও ৬ জন অ্যামেচার গলফার এ আসরে অংশ নেবেন। আগামী ৩১ মার্চ টুর্নামেন্টের ট্রফি উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন- টুর্নামেন্টের পৃষ্ঠপোষক ন্যাশনাল ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের পরিচালক রিক হক শিকদার, পরিচালনা পর্ষদের পরিচালক রন হক শিকদার, ব্যবস্থাপনা পরিচালক চৌধুরী মোশতাক আহমেদ, বাংলাদেশ গলফ ফেডারেশনের যুগ্ম সচিব ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জিএসএম হামিদুর রহমান, বঙ্গবন্ধু কাপ গলফ ওপেন ২০১৯ এর ব্র্যান্ডিং ও প্রস্তুতি কমিটির চেয়ারম্যান ফরিদুদ্দিন খান রুমী, বাংলাদেশ গলফ ফেডারেশনের কো-অর্ডিনেটর লে. কর্নেল আবদুল বারি (অব.), গলফ ফেডারেশন ও ন্যাশনাল ব্যাংক লিমিটেডের অন্যান্য কর্মকর্তাসহ এশিয়ান ট্যুরের কর্মকর্তারা।
বাংলাদেশ সময়: ২০৫৮ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৯
আরএআর/এমএইচএম/এসএইচ