ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

জাতীয় চ্যাম্পিয়নশিপে দ্রুততম মানব-মানবী হাসান-শিরিন 

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৭ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৯
জাতীয় চ্যাম্পিয়নশিপে দ্রুততম মানব-মানবী হাসান-শিরিন  হাসান-শিরিন। ছবি: সংগৃহীত

গেলো জাতীয় চ্যাম্পিয়নশিপে আশা পূরণ হয়নি হাসান মিয়ার। দ্বিতীয়তে থেকেই শেষ করতে হয়েছে। তবে চলতি জাতীয় চ্যাম্পিয়নশিপে হতাশ হননি সেনাবাহিনীর হয়ে অংশ নেওয়া এই স্প্রিন্টার। মোহাম্মদ ইসমাইলকে হারিয়েই পুনরুদ্ধার করলেন ১০০ মিটার স্প্রিন্টের স্বর্ণ। ১০.৬১ সেকেন্ড টাইমিং নিয়ে হলেন দেশের দ্রুততম মানব।

দ্রুততম মানবী শিরিন আক্তার নারীদের স্প্র্রিন্টে আধিপত্য বজায় রেখেছেন পাঁচ বছর ধরে। শুক্রবার (৩০ আগস্ট) ১০০ মিটারে জেতেন নবম স্বর্ণ।

টাইমিং ১২.২০ সেকেন্ড।

১০০ মিটারে ইলেকট্রনিক টাইমিংয়ে জাতীয় রেকর্ডেরও কাছাকাছি হাসানের টাইমিং। তবে এই রেকর্ড এখনো অক্ষুণ্ন প্রয়াত মাহবুবল আলমের নামে। ১৯৯৯ সালে ১০.৫৪ সেকেন্ডে দৌড়েছিলেন সাফের সোনাজয়ী এই স্প্রিন্টার।

গতবারের চ্যাম্পিয়ন মোহাম্মদ ইসমাইল কাল দৌড়েছেন ১০.৬৭ সেকেন্ডে। হাসান ও ইসমাইলের মধ্যে প্রতিযোগিতা ছিলো বেশ হাড্ডাহাড্ডি। তবে শেষের দিকে হাসানের গতি বেড়ে যাওয়াই রেকর্ড করতে সাহায্য করেছে।

বাংলাদেশ সময়: ১০৫৬ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৯
এমকেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।