ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

ভারতে এবার মাহফুজুরের স্বর্ণ জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২০ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৯
ভারতে এবার মাহফুজুরের স্বর্ণ জয়

ভারতের ঘরোয়া অ্যাথলেটিকসে ট্র্যাক মাতিয়েছেন বাংলাদেশের জহির রায়হান। রোববার (৩ নভেম্বর) দেশটির অন্ধ্রপ্রদেশে জুনিয়র অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ নৌবাহিনীর জহির রায়হান ৪৭.৩৪ সেকেন্ড সময় নিয়ে ৪০০ মিটার স্প্রিন্টে স্বর্ণ জিতেছেন।

ভারতের মাটিতে এবার হাইজাম্পে অ্যাথলেটিকসে স্বর্ণপদক জিতেছেন বাংলাদেশের আরেক অ্যাথলেট মাহফুজুর রহমান।

সোমবার (৪ নভেম্বর) প্রতিযোগিতার তৃতীয় দিনে হাইজাম্প ইভেন্টে ২.১০ মিটার উচ্চতায় লাফিয়ে স্বর্ণপদক জেতেন এই অ্যাথলেট।

গত আগস্টে অনুষ্ঠিত জাতীয় সামার চ্যাম্পিয়িনশিপে বাংলাদেশ নৌবাহিনীর এই অ্যাথলেট ২.১৫ মিটার লাফিয়ে নতুন জাতীয় রেকর্ডসহ স্বর্ণ জিতেছিলেন।

ভারতের বিশেষ আমন্ত্রণে গুন্টর সিটি, অন্ধ্রপ্রদেশে অনুষ্ঠিত ৩৫তম জাতীয় জুনিয়র অ্যাথলেটিকস প্রতিযোগিতা-২০১৯ এ ৫ জন অ্যাথলেট ও ১ জন অফিসিয়াল নিয়ে গঠিত বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের অধীনে ঢাকা অ্যাথলেটিকস টিম অংশগ্রহণ করেছে।  

বাংলাদেশের ৫ জন অ্যাথলেট হলেন-২০০ মিটারে বাংলাদেশ নৌবাহিনীর সাইফুল ইসমাইল খান সানি, ৪০০ মিটারে জহির রায়হান, ৮০০ মিটারে একই সংস্থার রাকিবুল ইসলাম, এবং হাইজাম্পে মাহফুজুর রহমান ও বাংলাদেশ জেলের উম্মে হাফসা রুমকি।

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৯
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।