লিঙ্গবৈষম্য এবং সহিংসতা বন্ধের পাশাপশি বাংলাদেশ ও ইংল্যান্ডের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্কও স্মরণ করা হয় এই আয়োজনের মধ্যে দিয়ে।
রোববার (০১ ডিসেম্বর) ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশন ক্লাবে এই প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়।
বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের পাশাপশি মডেল পিয়া, গায়িকা মেহেরীন ও অভিনেতা ইরেশ জাকেরসহ বাংলাদেশের বিভিন্ন খ্যাতিমান ব্যক্তিত্ব ছিলেন টিম টাইগার্সে।
অন্যদিকে ঢাকায় অবস্থান করা বিভিন্ন ব্রিটিশ নাগরিক, ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশনে কর্মরত বাংলাদেশি এবং ব্রিটিশ নাগরিকদের নিয়ে সাজানো হয় টিম লায়ন। এতে নেতৃত্ব দেন হাইকমিশনের উপ-হাইকমিশনার কানবার হোসেইন বোর।
ম্যাচের আগে এক সংক্ষিপ্ত সংবাদ বিজ্ঞপ্তিতে কানবার হোসেইন বোর বলেন, লিঙ্গবৈষম্য দূরীকরণে এবং লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধে বিশেষ করে নারী ও শিশুর বিরুদ্ধে হওয়া সহিংসতা প্রতিরোধে সচেতনতা বাড়ানো কার্যক্রমের অংশ হিসেবে আমাদের এই আয়োজন। এছাড়াও বিশ্বব্যাপী এখন ‘১৬ ডেজ একটিভিজম অরেঞ্জ দ্য ওয়ার্ল্ড’ পালিত হচ্ছে। আমাদের এই আয়োজন সেই কার্যক্রমের সঙ্গেও একাত্মতা প্রকাশ করছে।
ডেপুটি হাইকমিশনার আরও বলেন, বাংলাদেশ ও ইংল্যান্ডে ফুটবল খুবই জনপ্রিয় একটি খেলা। ফুটবল আমাদের দুই দেশের মধ্যকার সম্পর্ক উন্নয়নে আগেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এই আয়োজন সেই সম্পর্ককে আরও গাঢ় করবে বলে আমার বিশ্বাস। আজকের খেলায় ফলাফল যাই হোক, জয় হবে খেলার, জয় হবে বন্ধুত্বের।
মডেল পিয়া বলেন, দেখেন আমাদের দেশে খেলাতেও বৈষম্য করা হয়। ছোটবেলাতেই আমাদের বলা হয় মেয়েরা এই খেলাগুলো খেলবে, আর ছেলেরা এগুলো। কিন্তু দেখেন ফুটবলের মতো খেলা নারী-পুরুষ সবাই খেলতে পারে। আমি স্পোর্টসে উপস্থাপনা করি। কিন্তু আজ প্রথম ফুটবল খেললাম। এ ধরনের আয়োজন লিঙ্গবৈষম্যের প্রতি সবার দৃষ্টিভঙ্গি বদলাতে সাহায্য করবে বলে আমি আশা করি।
এসময় হাইকমিশন এবং আয়োজনের পৃষ্ঠপোষক স্ট্যান্ডার্ড চার্টার্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। খেলা শেষে খেলোয়াড়দের মাঝে পুরস্কার ও মডেল বিতরণ করা হয় ।
বাংলাদেশ সময়: ১৯১৬ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১৯
এসএইচএস/এসএ