ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

আরো একটি রেকর্ড কোহলির

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১২ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২০
আরো একটি রেকর্ড কোহলির

ঢাকা: অধিনায়ক হিসেবে সব ফরম্যাট মিলে আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম ১১ হাজার রানের রেকর্ড গড়েছেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি।

শুক্রবার (১০ জানুয়ারি) পুনেতে সফররত শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ৭৮ রানে জয়ের ম্যাচে এ রেকর্ড গড়েন তিনি।

মহেন্দ্র সিং ধোনির পর দ্বিতীয় ভারতীয় হিসেবে এই মাইলফলকে পা রাখার জন্য কোহলির দরকার ছিল এক রান।

আজ ছয়ে নেমে ১৭ বলে ২৬ রানের ইনিংস খেলেন ভারতীয় অধিনায়ক। সবচেয়ে কম ম্যাচ খেলে তিনি এই মাইলফলক ছুঁলেন। কোহলি খেলেছেন ১৯৬ ইনিংস।

এর আগে অধিনায়ক হিসেবে ১১ হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন রিকি পন্টিং (২৫২ ইনিংস), গ্রাহেম স্মিথ (২৬৪ ইনিংস), অ্যালান বোর্ডার (৩১৬ ইনিংস), স্টিফেন ফ্লেমিং ও মহেন্দ্র সিং ধোনি (৩২৪ ইনিংস)।

বাংলাদেশ সময়: ০৭১০ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২০
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।