বৃহস্পতিবার (জুন ২৫) দিনগত রাতে সেন্ট ম্যারি স্টেডিয়ামে পুরো ম্যাচজুড়েই বল দখলে সাউদ্যাম্পটন আধিপত্য দেখালেও গোছানো ফুটবল খেলতে থাকে আর্সেনাল। আট মিনিটে বুকায়ো সাকা গোলের অফসাইডের কারণে বাতিল হয় গোলটি।
তবে ২০ মিনিটে আর হতাশ হতে হয়নি গারারদের। সাউদাম্পনের গোলরক্ষক বল বিপদমুক্ত করতে কিক করলে সামনেই দাঁড়িয়ে থাকা আর্সেনালের এডি এনকেটিয়ার পায়ে লেগে বল ছুটতে থাকে গোলমুখে। দৌড়ে গিয়ে এনকেটিয়া দ্বিতীয় প্রচেষ্টায় সহজেই বল জালে পাঠান।
বিরতির পর অক্রমনের ধার বাড়িয়ে দেয় আর্সেনাল। তবে গোলের দেখা পায় ম্যাচের শেষ দিকে। ৮৬ মিনিটে আলেকসঁদ লাকাজেতের ফ্রি-কিক মানব দেয়ালে লেগে প্রতিহত হয়ে ফিরে আসে। এরপর সেই বল আবার ডান পায়ে জোড়ালো শট করেন তিনি। এই শট এবার সাউদ্যাম্পটন গোলরক্ষকের হাতে লেগে ফিরে আসে। ফিরতি বল ডান পায়ের শটে জালে জড়ান জো উইলক।
এই জয়ে ৩১ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় নবম স্থানে রয়েছে আর্সেনাল।
বাংলাদেশ সময়: ০৬১৯ ঘণ্টা, জুন ২৬, ২০২০
আরএআর/এএটি