ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

বার্সায় সতীর্থদের সমর্থন পাচ্ছে না মেসি: আলভেস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৩ ঘণ্টা, জুলাই ১৯, ২০২০
বার্সায় সতীর্থদের সমর্থন পাচ্ছে না মেসি: আলভেস লিওনেল মেসি ও দানি আলভেস/ছবি: সংগৃহীত

মৌসুমের অধিকাংশ সময় পয়েন্ট টেবিলের শীর্ষে থেকেও শেষ পর্যন্ত শিরোপা খুইয়েছে বার্সেলোনা। অন্যদিকে করোনা বিরতির পর কাতালান জায়ান্টদের ব্যর্থতার বিপরীতে দুর্দান্ত সাফল্য পেয়েছে রিয়াল মাদ্রিদ।

টানা জয়ে ৩৪তম লা লিগা শিরোপাও ঘরে তুলেছে লস ব্ল্যাঙ্কোসরা।  

বৃহস্পতিবার রাতে রিয়ালের শিরোপা উৎসবের রাতে ওসাসুনার কাছে ২-১ গোলে হেরে গেছে বার্সেলোনা। দলের মন হতাশাজনক পারফরম্যান্সে বিরক্ত মেসি নিজের রাগ দমিয়ে রাখতে পারেননি। সরাসরি বলে দিয়েছেন, ‘এভাবে খেলতে থাকলে চ্যাম্পিয়নস লিগেও ব্যর্থ হতে হবে। ’ দলকে ‘দুর্বল’ বলেও কটাক্ষ করেছেন তিনি।  

প্রশ্ন উঠেছে, ফেবারিট হয়েও কেন এমন অধঃপতন হলো কিকে সেতিয়েনের দলের? উত্তর খুঁজতে বিভিন্ন বিষয়ের অবতারণা করছেন অনেকে। বিশেষ করে অতিরিক্ত মেসিনির্ভরতার কথাই বেশি শোনা যাচ্ছে। কিন্তু পুরো মৌসুমে সবচেয়ে সেরা খেলোয়াড় হওয়া সত্ত্বেও দলীয় সাফল্যের দেখা পাননি মেসি। ব্রাজিলিয়ান ডিফেন্ডার দানি আলভেসের মতে, বার্সায় আসলে সতীর্থদের কাছ থেকে যথেষ্ট সমর্থন বা সহায়তাই পাননি আর্জেন্টাইন ফরোয়ার্ড।

বার্সার সাবেক ডিফেন্ডার, ‘রেডিও কাতালুনিয়া’কে বলেন, ‘সে (মেসি) জাত বিজয়ী। সে হারতে অপছন্দ করে এবং তার রাগ করাটা তাই স্বাভাবিক। সে আমার মতোই সবসময় জিততে চায়। সে বহুদিন থেকে থেকে খেলছে, ফলে সে বুঝতে পারে কখন দল ভালো খেলছে আর কখন খেলছে না। বহুদিন বার্সায় খেলার ফলে সে জানে জিততে হলে কী করতে হবে। আমার যেটা মনে হয় যে, সে আসলে ঠিকঠাক সমর্থন পাচ্ছে না। ’

বার্সার সর্বজয়ী দলের সদস্য আরও বলেন, ‘(আমাদের সময়) মেসিই ছিল মূল তারকা। কিন্তু আমরা তখন তাকে যথেষ্ট সহযোগিতা করতাম। সে সব সময় শীর্ষে থাকতে চাইত এবং এটা বানিয়ে দেওয়ার জন্য অন্যদের সহায়তা দরকার। এখন বিষয় হচ্ছে দলের জন্য সবটা তাকেই করতে হচ্ছে, কিন্তু সে শুধুই একজন মানুষ। ’

এ অবস্থায় মেসি কি বার্সা ত্যাগ করবেন? এমন প্রশ্নের জবাবে আলভেস বলেন, ‘না, আমি এমনটা মনে করি না। কারণ সে হচ্ছে ক্লাবের পোস্টার বয় এবং এটা (মেসি যদি ক্লাব ছাড়ে) ক্লাবের জন্য সবচেয়ে বড় ভুল হবে। তার মতো খেলোয়াড় এখানে অবসর না নেওয়া এবং ক্যাম্প ন্যুয়ের নাম বদলে লিও মেসি না করা হবে বড় ভুল। ’

বিগত দুই মৌসুমেই নেইমারের বার্সায় ফিরে আসা নিয়ে গুঞ্জন শোনা যাচ্ছে। আলভেস স্বীকার করলেন, স্বদেশী ফরোয়ার্ডকে ফের একবার বার্সায় ফিরে যাওয়ার ব্যাপারে উৎসাহ দিয়েছিলেন তিনি। তিনি বলেন, ‘একমাত্র নেইমারকেই আমি বার্সায় যেতে উৎসাহ দিয়েছিলাম। রিয়াল মাদ্রিদের কাছ থেকে সে বড় অফার পেয়েছিল, কিন্তু আমি তাকে বলেছিলাম যদি সে সুখী হতে চায় তাহলে বার্সাতেই ফেরা উচিত। ’

নেইমারের বার্সায় ফেরা যেমন জরুরি, তেমনি বার্সারও নেইমারের প্রয়োজন বলে মনে করেন আলভেস। তিনি বলেন, ‘আমি যদি নেইমার হতাম তাহলে চিন্তাভাবনা বাদ দিয়ে চলে আসতাম। আমি কখনো ভাবিনি কেউ সিদ্ধান্ত নেওয়ার পর ভুল করতে পারে। সবাই জানে নেইমার বার্সা এবং মেসিকে সহায়তা করতে পারে এবং বার্সাও ফের লা লিগা এবং ইউরোপের জায়ান্ট হতে পারে। দলে ১১ জন খেলোয়াড় থাকে, কিন্তু মেসি থাকলে ১৩ জন হয়। নেইমারের ক্ষেত্রেও তাই। ’

বাংলাদেশ সময়: ১৬০৩ ঘণ্টা, জুলাই ১৯, ২০২০
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।