লা লিগার চলতি মৌসুমের শিরোপা আগেই নিশ্চিত হয়ে যাওয়ায় বাকি ম্যাচটা আনুষ্ঠানিকতা ছাড়া কিছুই ছিল না রিয়াল মাদ্রিদের জন্য। আর সেই ম্যাচে মাঠে নেমে লেগানেসের বিপক্ষে ২-২ ব্যবধানে ড্র করেছে লস ব্লাঙ্কোসরা।
দু’বার এগিয়ে যাওয়া সত্ত্বেও জিনেদিন জিদানের শিষ্যদের রুখে দেয় নিজেদের মাঠে অবনমন ঠেকাতে লড়াই করা লেগানেস। ম্যাচের নবম মিনিটে রামোসের গোল এগিয়ে যায় রিয়াল। প্রথমার্ধের যোগ করা প্রথম মিনিটে সেই ব্যবধান গোছান গিল। ৫২তম মিনিটে আসানসিওর গোলে আবারও লিড নেয় রিয়াল। এবার ৭৮তম মিনিটে ব্যবধান ২-২ করেন অ্যাসেলে।
লেগানেস জয়ের জন্য চেষ্টার কমতি রাখেনি। তিন পয়েন্ট আদায় করতে পারলেই সেল্তা ভিগোকে টপকে পয়েন্ট তালিকার ১৭তম স্থানে বসতো তারা। নিশ্চিত হতো আগামী মৌসুমেও লা লিগায় অংশগ্রহণ। কিন্তু ৩৮ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে ১৮তম স্থানে থাকা দলটির আগামী মৌসুম শুরু করতে হবে দ্বিতীয় বিভাগে।
চ্যাম্পিয়ন রিয়াল মৌসুম করলো ৮৭ পয়েন্ট নিয়ে। তাদের চেয়ে ৫ পয়েন্ট কম নিয়ে দুইয়ে বার্সা। ৭০ পয়েন্ট নিয়ে তিনে অ্যাতলেটিকো মাদ্রিদ। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে থাকায় চারে সেভিয়া।
বাংলাদেশ সময়: ১১৩৬ ঘণ্টা, জুলাই ২০, ২০২০
ইউবি