ঢাকা, মঙ্গলবার, ১ আশ্বিন ১৪৩২, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ২৩ রবিউল আউয়াল ১৪৪৭

খেলা

পরাজয়ের বৃত্ত ভাঙলো চট্টগ্রাম আবাহনী

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৪৯, ফেব্রুয়ারি ১৭, ২০২১
পরাজয়ের বৃত্ত ভাঙলো চট্টগ্রাম আবাহনী ছবি: শোয়েব মিথুন

টানা পাঁচ ম্যাচ জয়হীন থাকার পর অবশেষে ব্যর্থতার বৃত্ত ভেঙেছে চট্টগ্রাম আবাহনী। বন্দর নগরীর দলটি ১-০ গোলের কষ্টার্জিত জয় পেয়েছে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে।

 

বুধবার (১৭ ফেব্রুয়ারি) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে গোলহীন ব্যবধানে প্রথমার্ধ শেষ করে দু’দল। বিরতি থেকে ফিরে ৭২তম মিনিটে মানিক হোসেন মোল্লার গোলে এগিয়ে যায় চট্টগ্রাম আবাহনী। সেই ব্যবধান ধরে রেখে তিন পয়েন্ট আদায় করে নেয় দলটি।  

এই জয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকায় সপ্তম স্থান ধরে রেখেছে চট্টগ্রাম আবাহনী। ৯ ম্যাচে তাদের পয়েন্ট ১২। ৮ ম্যাচ শেষে এখন পর্যন্ত জয়ের মুখ না দেখা ব্রাদার্স মাত্র ১ পয়েন্ট নিয়ে আছে ১২তম স্থানে। ২৫ পয়েন্ট নিয়ে শীষে বসুন্ধরা কিংস।  

বাংলাদেশ সময়: ২০৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০২১
ইউবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।