ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

সেনাবাহিনীকে হারিয়ে চ্যাম্পিয়ন নৌ বাহিনী

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২১
সেনাবাহিনীকে হারিয়ে চ্যাম্পিয়ন নৌ বাহিনী সেনাবাহিনীকে হারিয়ে চ্যাম্পিয়ন নৌ বাহিনী। ছবি: শোয়েব মিথুন

মুজিব জন্মশতবার্ষিকী উপলক্ষে শহীদ স্মৃতি হকি প্রতিযোগিতার ফাইনালে বাংলাদেশ সেনাবাহিনীকে ৩-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ নৌ বাহিনী।  

শনিবার (২৭ ফেব্রুয়ারি) মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে এই খেলায় বাংলাদেশ নৌ বাহিনীর হয়ে একটি করে গোল করেন রাসেল মাহমুদ জিমি, খোরশেদুর রহমান ও রোমান সরকার।

আর বাংলাদেশ সেনাবাহিনীর হয়ে একমাত্র গোলটি করেন মনোজ বাবু।

ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিমান বাহিনী প্রধান ও বাংলাদেশ হকি ফেডারেশনের মাননীয় সভাপতি এয়ার চীফ মার্শার মাসিহুজ্জামান সেরনিয়াবাত, বিবিপি, ওএসপি, এনডিইউ, পিএসসি।

আরও উপস্থিত ছিলেন ফেডারেশনের সহসভাপতি জনাব মোহাম্মদ ইউসুফ আলী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ ইউসুফ, টুর্ণামেন্ট কমিটির সম্পাদক জনাব বদরুল ইসলাম দিপু, ও ফেডারেশনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

বাংলাদেশ সময়: ১৮১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২১
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।