ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

খেলা

রিয়াল মাদ্রিদ, চেলসির জয়

স্পোর্টস ডেস্ | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১০
রিয়াল মাদ্রিদ, চেলসির জয়

মাদ্রিদ: চ্যাম্পিয়ন্সলিগে জয় দিয়ে শুরু করেছে হোসে মরিনহোর দল রিয়াল মাদ্রিদ। জিতেছে ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন চেলসি, জার্মানির বায়ার্ন মিউনিখ, ইতালির এসি মিলান, ইংল্যান্ডের আর্সেনাল ও রাশিয়ার স্পার্তাক মস্কো।



সান্তিয়াগো বার্নাব্যু থেকেই এ বছর মে মাসে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতে দেশে ফিরেছিলো ইতালির ইন্টারমিলান। মরিনহো তখন ইন্টারের কোচ। সেই একই মাঠে স্বাগতিক রিয়াল মাদ্রিদকে জয় উপহার দিলেন মরিনহো। টুর্নামেন্ট সেই চ্যাম্পিয়ন্সলিগ।

প্রথমার্ধে রিয়ালকে গোল উপহার দেয় সফরকারী অ্যাজাক্স। অনিচ্ছাকৃত ভুলে নিজেদের জালে বল জড়িয়ে দেন ডিফেন্ডার ভার্নন আনিতা। গোল না করেও ১-০ তে এগিয়ে যায় মাদ্রিদ। এরপর বেশ কয়েকটি লক্ষভ্রষ্ট শট নিলেও বিরতির আগে ব্যবধান বাড়েনি।

তবে খেলার ৭৩ মিনিটে আর্জেন্টাইন ফরোয়ার্ড গঞ্জালো হিগুয়েন রিয়ালের জয়ের পথ সুগম করেন। প্রতিপক্ষ ঘুড়ে দাঁড়াতে না পারায় ২-০ তে জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ।
 
নিকোলা অ্যানেলকার জোড়া গোলে ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন চেলসি ৪-১ এ হারায় স্লোভাকিয়ার এমএসকে জিলিনাকে।  

জিলিনার মাঠে অ্যাওয়ে ম্যাচ খেলতে নেমে ১৩ মিনিটেই এগিয়ে যায় চেলসি। অ্যানেলকার পাসে গোল করেন মাইকেল এসিয়েন।

ফরাসি এই ফুটবলার বলের যোগান দেওয়ার পাশাপাশি গোলও করেছেন। ২৪ ও ২৮ মিনিটে দুটি গোল করেন তিনি। চেলসির হয়ে চতুর্থ গোলটি করেন ড্যানিয়েল স্টুরিজ, ৪৮ মিনিটে। যদিও খেলার ৫৫ মিনিটে একটি গোল শোধ করে জিলিনা। চেলসির সাফল্যের দিনে জয় পেয়েছে আরেক ইংলিশ কাব আর্সেনালও। তারা ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে পর্তুগালের স্পোটিং ব্রাগাকে।

এদিকে বায়ার্ন মিউনিখ ২-০ গোলে ইতালির এসএ রোমাকে, সিরি আ কাব এসি মিলান একই ব্যবধানে ফ্রান্সের অক্সরেকে, ইউক্রেনের শাখতার দনেতস্ক ১-০ তে পার্টিজানকে এবং মস্কোর স্পার্তাক মস্কো ১-০ গোলে জিতেছে অলিম্পিক মার্সের বিপক্ষে।

বাংলাদেশ সময়: ১৪২২ ঘন্টা, সেপ্টেম্বর ১৬, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।