ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

ইনস্টাগ্রামে পোস্ট দিয়ে অলিম্পিক সাইক্লিস্টের মৃত্যু

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১১ ঘণ্টা, আগস্ট ১০, ২০২১
ইনস্টাগ্রামে পোস্ট দিয়ে অলিম্পিক সাইক্লিস্টের মৃত্যু

২০১৬ সালে নিউজিল্যান্ডের হয়ে ব্রাজিলের রিও অলিম্পিকে অংশগ্রহণ করা সাইক্লিস্ট অলিভিয়া পডমোর একটি রহস্যজনক ইনস্টাগ্রাম পোস্ট করে মৃত্যুবরণ করেন। বিষয়টি নিয়ে দেশটির গণমাধ্যমে নানা সমালোচনা তৈরি হয়েছে।

সদ্য শেষ হওয়া টোকিও অলিম্পিকে অংশগ্রহণের জন্য নির্বাচিত না হওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে বড় আসরগুলোতে নির্বাচিত হতে ‘কঠিন সংগ্রাম’ করতে হয়, এ বিষয়টি নিয়ে একটি পোস্ট করেন ২৪ বছর বয়সী এ সাইক্লিস্ট। এরপর ঘণ্টা না পেরোতেই এ অ্যাথলেটের মৃত্যুর খবর আসে।

এক ঘণ্টা আগে দেয়া ইনস্টাগ্রাম পোস্টটিতে ক্রাইস্টচার্চ এ তারকা লিখেন, ‘অনেক মানুষের কাছে খেলা অনেক বড় কিছু। এটির জন্য লড়াই করতে হয়, কঠিন সংগ্রাম করতে হয়। কিন্তু এটি আনন্দদায়ক। আপনি যখন খেলায় জিতবেন সে অনুভূতিটা অন্যরকম হয়ে থাকে। আর আপনি যখন হারবেন, কোয়ালিফাই হয়েও নির্বাচিত হবেন না, চোটে পড়বেন, অনেক চেষ্টা করেও যখন সমাজের চাহিদা পূরণ করতে পারবেন না, (যেমন- বাড়ির মালিক হওয়া, বিয়ে করা, বাচ্চা জন্ম দেওয়া) এসব কিছু শুধুমাত্র নিজের সবটুকু দিয়ে খেলায় অংশগ্রহণ করার জন্য। ঠিক এগুলোর অনুভূতিও অন্যরকম হয়ে থাকে। ’

নিউজিল্যান্ডের সাইক্লিং কমিটি এক বিবৃতিতে অলিভিয়ার মৃত্যুতে সমবেদনা জানায় এবং এ কঠিন সময়ে তার পরিবারের পাশে দাঁড়াতে সবাইকে আহবান করে।

বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, আগস্ট ১০, ২০২১
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।