ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

ইউএস ওপেন থেকে সরে গেলেন সেরেনা

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৩ ঘণ্টা, আগস্ট ২৫, ২০২১
ইউএস ওপেন থেকে সরে গেলেন সেরেনা

ইউএস ওপেনের চলতি আসর থেকে নাম তুলে নিলেন সেরেনা উইলিয়ামস। টর্ন হ্যামস্ট্রিং ইনজুরির কারণে আর মাঠে নামা হচ্ছে না এ টেনিস তারকার।

বুধবার (২৪ আগস্ট) সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্ট্রাগ্রামে এক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন তিনি।

ইনস্ট্রাগ্রামে সেরেনা বলেন, ‘আমার ডাক্তার এবং মেডিক্যাল টিমের তত্ত্বাবধানে থাকার পর তাদের দেওয়া সিদ্ধান্তের ভিত্তিতে আমি ইউএস ওপেন থেকে নাম তুলে নিলাম। টর্ন হ্যামস্ট্রিং ইনজুরি পুরোপুরি কাটিয়ে ওঠা পর্যন্ত আমি বিশ্রামে থাকব। ’

‘বিশ্বের সবচেয়ে সুন্দর জায়গা নিউইয়র্ক এবং ব্যক্তিগতভাবে খেলার জন্য এটি আমার সবচেয়ে প্রিয় জায়গা। আমি সমর্থকদের অনেক মিস করব। তবে তাদের সঙ্গে খেলা দেখে আনন্দ ভাগাভাগি করব। আপনাদের সাপোর্ট এবং ভালোবাসার জন্য ধন্যবাদ। শিগগিরই দেখা হবে। ’   

উইম্বলডনে প্রথম রাউন্ডের ম্যাচে পায়ের ইনজুরিতে পড়ে অশ্রুসিক্ত হয়ে মাঠ ছাড়তে হয় সেরেনাকে। তারপর আর মাঠে নামা হয়নি তার। টুর্নামেন্ট থেকে নাম তুলে এ টেনিস তারকা যোগ দিলেন বর্তমান চ্যাম্পিয়ন ডমিনিক থিয়েম ও ২০ বারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী রাফায়েল নাদালের সঙ্গে। ইনজুরির কারণে তারাও এবারের ইউএস ওপেনে খেলবেন না।  

আগামী সোমবার (৩০ আগস্ট) নিউইয়র্কে পর্দা উঠবে ইউএস ওপেনের চলতি আসরের।  

বাংলাদেশ সময়: ২১০৩ ঘণ্টা, আগস্ট ২৫, ২০২১
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।