ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

২০২২ পর্যন্ত অলিম্পিকে নিষিদ্ধ উত্তর কোরিয়া

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২০ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০২১
২০২২ পর্যন্ত অলিম্পিকে নিষিদ্ধ উত্তর কোরিয়া

চলতি বছর টোকিও অলিম্পিকে নিজেদের দল না পাঠানোয় ২০২২ সাল পর্যন্ত অলিম্পিক থেকে উত্তর কোরিয়াকে নিষিদ্ধ করেছে অলিম্পিক কমিটি। আইওসির ওয়েবসাইটে দেয়া এক বিবৃতিতে বিষয়টি জানায় সংস্থাটির নির্বাহী বোর্ড।

নিষিদ্ধ হওয়ার কারণে আগামী বছর শীতকালীন বেইজিং অলিম্পিকে অংশগ্রহণ করতে পারবে না দেশটি। সংবাদ সম্মেলনে আইওসি প্রেসিডেন্ট টমাস বাখ বলেন, ‘টোকিও অলিম্পিকসে অংশ না নেওয়ার একতরফা সিদ্ধান্তের কারণে ডেমোক্রেটিক পিপল’স রিপাবলিক অব কোরিয়াকে ২০২২ সালের শেষ পর্যন্ত নিষিদ্ধ করা হয়েছে। ’

আইওসি সভাপতি আরও জানান, এই নিষেধাজ্ঞার সময়ে কোনোরকম আর্থিক সহযোগিতা পাবে না দেশটি। শাস্তির মেয়াদের বিষয়েও পরবর্তী সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা কথা বলেন তিনি।

করোনাভাইরাস মহামারী ইস্যুতে চলতি বছর টোকিওতে অনুষ্ঠিত গ্রীষ্মকালীন অলিম্পিকে অংশগ্রহণ করেনি উত্তর কোরিয়া।  

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০২১
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।