ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

রোমাঞ্চকর ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে গ্রুপ সেরা বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৫ ঘণ্টা, মার্চ ২২, ২০২২
রোমাঞ্চকর ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে গ্রুপ সেরা বাংলাদেশ শেষ হাসি হেসেছে বাংলাদেশ। ছবি: শোয়েব মিথুন

একবার বাংলাদেশ এগিয়ে যায় তো আরেকবার শ্রীলঙ্কা, গোটা ম্যাচ জুড়েই ছড়িয়েছে রোমাঞ্চ। তবে শেষ হাসি হেসেছে বাংলাদেশ।

বঙ্গবন্ধু আন্তর্জাতিক কাবাডিতে শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে সোমবার ৪০-৩৮ পয়েন্টে শ্রীলঙ্কাকে হারায় বাংলাদেশ।

টানা তিন জয়ে ৬ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের সেরা হয়েছে লাল-সবুজ জার্সি ধারীরা।

আগের দুই ম্যাচ জেতায় দুই দলেরই সেমিফাইনাল নিশ্চিত হয়েছিল। তবে কারা গ্রুপ চ্যাম্পিয়ন হবে সেই লড়াইয়ে সমান তালে খেলতে থাকে দুই দল। প্রথমার্ধে ১৮-১৭ পয়েন্টে এগিয়ে থাকে বাংলাদেশ। দ্বিতীয়ার্ধেও জমে ওঠে ম্যাচ। ২৭-২৪ পয়েন্টে এগিয়ে থাকলেও শ্রীলঙ্কা দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে ৩২-৩১ পয়েন্টে এগিয়ে যায়।

এক পর্যায়ে ম্যাচের স্কোর লাইন ৩৮-৩৮ সমতায় চলে আসে। শেষ মুহূর্তে আরদুজ্জামান দুটি পয়েন্ট ছিনিয়ে নিয়ে বাংলাদেশের জয় নিশ্চিত করে।

এর আগে নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ডকে ৪৬-১৫ পয়েন্টে এবং মালয়েশিয়াকে ৫৬-২১ পয়েন্টে হারায় বাংলাদেশ। অন্যদিকে মালয়েশিয়াকে ২৯-১০ পয়েন্টে হারিয়ে গ্রুপ পর্ব শুরু করা শ্রীলঙ্কা দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডকে হারিয়েছিল ৪৪-১৯ পয়েন্টে।

বাংলাদেশ সময়: ০৮২৩ ঘণ্টা, মার্চ ২২, ২০২২
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।