ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

নিজেদের ঝালিয়ে নিলেন রোমান-দিয়ারা

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৪ ঘণ্টা, জুন ২১, ২০২২
নিজেদের ঝালিয়ে নিলেন রোমান-দিয়ারা

‘আর্চারি ওয়ার্ল্ড কাপ ২০২২, স্টেজ-৩’-এ খেলতে বর্তমানে ফ্রান্সের প্যারিসে রয়েছে বাংলাদেশ আর্চারি দল। আসরে রিকার্ভ ডিভিশনে প্রতিযোগিতা করবেন রোমান সানা-দিয়া সিদ্দিকীরা।

আগামীকাল শুরু হবে মূল প্রতিযোগিতা। এর আগে আজ (মঙ্গলবার) অনুশীলন করেছে বাংলাদেশের আর্চারি দল।

আজ কম্পাউন্ড ডিভিশনের কোয়ালিফিকেশন রাউন্ডের খেলা অনুষ্ঠিত হয়েছে। তবে বাংলাদেশ আর্চারি দল শুধুমাত্র রিকার্ভ ডিভিশনে পুরুষ ও মহিলা বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করবে। আগামীকাল বাংলাদেশ সময় বিকেল ৬টায় রিকার্ভ ডিভিশনের কোয়ালিফিকেশন রাউন্ডের খেলা অনুষ্ঠিত হবে।

ওয়ার্ল্ড কাপে বিশ্বের ৫১টি দেশের ২১২ জন পুরুষ ও ১৪৮ জন মহিলাসহ মোট ৩৬০ জন আর্চার অংশগ্রহণ করছেন। রিকার্ভ ডিভিশনে একক ইভেন্টে ১২৪ জন পুরুষ ও ৮৩ জন মহিলা আর্চার, পুরুষ দলগত ইভেন্টে ৪২টি দল, মহিলা দলগত ইভেন্টে ৩০টি এবং মিশ্র দলগত ইভেন্টে ২৮টি দল প্রতিদ্বন্দ্বিতা করবে।

বাংলাদেশ সময়:

এআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।