ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

খেলা

দ্বিতীয় রাউন্ডে নাদাল, শিয়াওতেকের টানা ৩৬ জয়ের রেকর্ড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০১ ঘণ্টা, জুন ২৯, ২০২২
দ্বিতীয় রাউন্ডে নাদাল, শিয়াওতেকের টানা ৩৬ জয়ের রেকর্ড

উইলম্বডন টেনিস কোর্টে ফিরেই জয়ের দেখা পেলেন রাফায়েল নাদাল। ২০১৯ সালের পর এই কোর্টে নেমে ঘাম ঝরাতে হলো স্প্যানিশ এই টেনিস তারকাকে।

আর্জেন্টাইন প্রতিপক্ষ ফ্রান্সিসকো সেরুন্দোলোর বিপক্ষে ৬-৪, ৬-৩, ৩-৬, ৬-৪ গেমে জিতে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেন তিনি।

একই দিনে মেয়েদের এককে ক্রোয়েশিয়ার ইয়ানা ফেটকে ৬-০, ৬-৩ গেমে হারান র‍্যাঙ্কিংয়ের এক নম্বর খেলোয়াড় শিয়াওতেক। একইসাথে টানা ৩৬ জয়ে রেকর্ডও গড়েন তিনি। একুশ শতকের প্রথম নারী হিসেবে টানা জয়ে সবার ওপরে এখন র‌্যাংকিংয়ের এক নম্বরে থাকা এই খেলোয়াড়।  

উইলম্বডনে অবশ্য খেলা অনিশ্চিত ছিল নাদালের। ফরাসি ওপেনে চোট নিয়ে খেলা এই স্প্যানিশ তারকা অবশ্য হার মানেননি। ইনজুরিকে পাত্তা না দিয়ে ব্যাথানাশক ইনজেকশন নিয়ে জিতেছেন ফরাসি ওপেন। রেকর্ড ১৪তম এই শিরোপা জিতে এখন নাদালের চোখ উইলম্বডনের দিকে।

২০০৮ আর ২০১০ সালের চ্যাম্পিয়ন নাদাল দ্বিতীয় রাউন্ডে প্রতিপক্ষ হিসেবে পেয়েছেন লিথুয়ানিয়ার রিকার্ডাস বেরাঙ্কিসকে। তাকে হারালেই স্প্যানিশ এই টেনিস তারকা পৌঁছে যাবেন শেষ ৩২-এ।

বাংলাদেশ সময়: ১৬০১ ঘণ্টা, জুন ২৯, ২০২২
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad