ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

শিক্ষার্থীদের জন্য মাশরাফির ব্যতিক্রমী উপহার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫২ ঘণ্টা, জুলাই ৮, ২০২২
শিক্ষার্থীদের জন্য মাশরাফির ব্যতিক্রমী উপহার ছবি ফেসবুক থেকে সংগৃহীত

নড়াইল: ঈদের সময় ঢাকা থেকে নড়াইল যেতে অতীতে যে ভোগান্তি আর বিড়ম্বনা পোহাতে হতো তা কেবল ভুক্তভোগীরাই জানে। সেই কষ্ট এবার লাঘব হবে তা জানা ছিল সবার।

 

কিন্তু স্বস্তির সঙ্গে যে আনন্দ বহুগুণ বেড়ে যাবে, তা হয়তো কয়েকদিন আগেও জানা ছিল না নড়াইলের ৪০ জন শিক্ষার্থীর। ঢাকায় অবস্থানরত বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের এই শিক্ষার্থীদের ঈদের ছুটিতে স্বপ্নের পদ্মা সেতু হয়ে ঘরে ফেরার ব্যবস্থা করেছেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। তিনি ওইসব শিক্ষার্থীদের জন্য একটি বাসের ব্যাবস্থা করে দিয়েছেন।

আজ শুক্রবার (৮ জুলাই) সকালে ৮টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৪০ জন শিক্ষার্থী একসঙ্গে নড়াইলের উদ্দেশে রওয়ানা হন। মাত্র ৬ মিনিটে পদ্মা সেতু পার হয়ে তারা নড়াইলে পৌঁছান দুপুর ১২টায়। ঈদের অতিরিক্ত চাপ না থাকলে হয়তো লাগতো সর্বোচ্চ আড়াই থেকে তিন ঘণ্টা।

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া নড়াইলের শিক্ষার্থীদের সংগঠন চিত্রার সভাপতি রাব্বি আহমেদ রাফি তার ফেসবুক ওয়ালে লেখেন, "টিএসসি থেকে স্বপ্নের পদ্মা সেতুর উপর দিয়ে একসাথে এক বাসে নড়াইল জেলা থেকে আগত ঢাকা বিশ্ববিদ্যালয়সহ ঢাকার অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঈদের ছুটিতে ফিরছে জন্মভূমি নড়াইলে। ক্যাম্পাসের প্রিয় মানুষগুলোর এভাবে একসাথে বাড়ি ফেরার আনন্দ সত্যি অসাধারণ, তার উপর স্বপ্নের পদ্মা সেতু দেখার এক রোমাঞ্চকর অনুভূতি! সুন্দর এই আয়োজনটি যার সৌজন্যে, সেই মানুষটিকে আমরা সবাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। ”

নড়াইলের সন্তান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুসরাত রুবাইয়াত নীলা তার ফেসবুকে লিখেছেন, "স্বপ্নের পদ্মা সেতু দিয়ে স্বপ্ন যাবে বাড়ি। ঈদের ছুটিতে পদ্মা সেতু দিয়ে বাড়ি ফেরার খুশি এ আমাদের দক্ষিণবঙ্গের মানুষের জন্য আশীর্বাদস্বরুপ। আমাদের এ খুশিকে দ্বিগুণ করতে আমাদের নড়াইল-২ আসনের এমপি মাশরাফি বিন মর্তুজা ঢাকায় অবস্থানরত নড়াইলের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য বাসের ব্যবস্থা করে দেন, যাতে করে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর দেয়া এ উপহারের খুশি একসাথে ভাগ করে মায়ের কোলে ফিরতে পারি। বিশেষ কৃতজ্ঞতা জানাই মাশরাফি বিন মর্তুজা ভাইকে এবং গৌরবান্বিত এ সেতুর জন্য ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে...। ”

ব্যতিক্রমী এমন চিন্তার মাধ্যমে ঈদের সময় কোনো রকম ভোগান্তি ছাড়া নড়াইলের মেধাবী এই মুখগুলোকে নিরাপদে বাড়ি ফেরার সুন্দর ব্যবস্থা করায় আগত শিক্ষার্থীদের পক্ষ থেকে মাশরাফি বিন মর্তুজাকে ধন্যবাদ জানান ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও চিত্রার সাবেক সাধারণ সম্পাদক মো. হুসাইন আহমেদ সোহানসহ অনেকেই।

বাংলাদেশ সময়: ১৮৫১ ঘণ্টা, জুলাই ০৮, ২০২২
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।