ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

আশার আলো আর্চারিতে

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৯ ঘণ্টা, জুলাই ১৭, ২০২২
আশার আলো আর্চারিতে

কমনওয়েলথ গেমস শেষ হতে না হতেই তুরস্কের কনিয়া শহরে আয়োজিত হবে ইসলামিক সলিডারিটি গেমস। ।

কমন ওয়েলথের মশাল নেভার আগেই জ্বলে উঠবে ইসলামিক সলিডারিটি গেমসের মশাল। কমন ওয়েলথে পদকের স্বপ্ন না থাকলেও সলিডারিটিতে আশা জাগাচ্ছে আর্চারি। অ্যাথলেটিক্সেও পদকের স্বপ্ন দেখছেন কর্তারা।

ইসলামিক সলিডারিটি গেমসের পঞ্চম আসরে বাংলাদেশ অ্যাথলেটিক্স, আর্চারি, ফেন্সিং, জিমন্যাস্টিকস, হ্যান্ডবল, কারাতে, শ্যুটিং, সাঁতার, টেবিল টেনিস, কুস্তি ও ভারোত্তোলনসহ মোট ১১টি ডিসিপ্লিনে অংশ নিবে।  

কনিয়াতে খেলোয়াড়, কোচ, কর্মকর্তা ও চিকিৎসক মিলিয়ে মোট ৮৪ জনের একটি দল বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে। এ গেমসে বাংলাদেশ দলের শেফ দ্য মিশন হিসেবে দায়িত্ব পালন করবেন বিওএ'র সদস্য ড. সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর।

ইসলামিক সলিডারিটি গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ দলের জাতীয় পতাকা বহন করবেন ১৩তম এসএ গেমসের ফেন্সিংয়ে সোনাজয়ী ক্রীড়াবিদ ফাতেমা মুজিব।

বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব সৈয়দ শাহেদ রেজা বলেন, সলিডারিটি গেমসকে সামনে রেখে তিন মাসের বেশি সময় ধরে প্রস্তুতি নিয়েছেন ক্রীড়াবিদরা। এবার তাদের প্রশিক্ষণে নজরদারি আরো বাড়ানো হয়েছে। অ্যাথলেটিক্স, জিমন্যাস্টিকসে বিদেশি কোচ প্রশিক্ষণ দেওয়াতে ক্রীড়াবিদদের মান বৃদ্ধি পেয়েছে। অ্যাথলেটিকসে হাইজাম্প এবং ১০০ মি: স্প্রিন্টে ভালো ফলের প্রত্যাশা রয়েছে।

তিনি আরো বলেন, আমরা আশা করছি অ্যাথলেটিক্স ও আরচ্যারি থেকে সফলতা আসবে।

আগামী ৯ আগস্ট কনিয়া মেট্রোপলিটন মিউনিসিপ্যালটি স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে গেমসের সূচনা হবে আর পর্দা নামবে ১৮ আগস্ট।

বাংলাদেশ সময়: ১৫৪৯ ঘণ্টা, জুলাই ১৭, ২০২২
এআর
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।