ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

জিম্বাবুয়ে সফরে অধিনায়ক সোহান, নেই রিয়াদ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৩ ঘণ্টা, জুলাই ২২, ২০২২
জিম্বাবুয়ে সফরে অধিনায়ক সোহান, নেই রিয়াদ

আগামী জিম্বাবুয়ে সফরে বিশ্রাম দেওয়া হয়েছে টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদকে। তার জায়গায় অধিনায়কত্ব করবেন নুরুল হাসান।

রিয়াদ ছাড়াও বিশ্রামে থাকবেন মুশফিকুর রহিম। তরুণ ক্রিকেটারদের আসন্ন সিরিজটিতে সুযোগ দিতে চায় বিসিবি।  

বৃহস্পতিবার (২২ জুলাই) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে বৈঠক শেষে এমন সিদ্ধান্তের কথা জানান বিসিবির ক্রিকেট অপরাশেন্স চেয়ারম্যান জালাল ইউনুস।

২০১৯ সালে জুয়াড়ির প্রস্তাব গোপন করে নিষিদ্ধ হন সাকিব আল হাসান। এরপরই টি-টোয়েন্টির নেতৃত্ব পান মাহমুদউল্লাহ রিয়াদ। এর আগে অবশ্য সাকিবের অনুপস্থিতিতে পাঁচটি ম্যাচে অধিনায়কত্ব করেন তিনি। এখন অবধি ৪৩ ম্যাচে অধিনায়কত্ব করে দলকে ১৬টিতে জয় এনে দিয়েছেন রিয়াদ।  

বাংলাদেশ সর্বশেষ ১৩ ম্যাচের মাত্র একটিতে জিতেছে মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বে। এই সময়ে ব্যাট হাতে তার ৩০ পেরোনো ইনিংস কেবল একটি, দুইবার পেরোতে পেরেছেন ২০ রান। ওয়েস্ট ইন্ডিজ সফরে ৩ ম্যাচে করতে পেরেছেন ৪১ রানের বেশি।

বাংলাদেশ সময়: ১৮৪৩ ঘণ্টা, জুলাই ২২, ২০২২
এমএইচবি/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।