ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

বক্সিংয়ে পারলেন না সেলিম

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০২ ঘণ্টা, আগস্ট ১, ২০২২
বক্সিংয়ে পারলেন না সেলিম

চলমান কমনওয়েলথ গেমসে বক্সিং ডিসিপ্লিনে আজ ভারতের বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ। ভারতের বক্সার হুসাম উদ্দিন মোহাম্মদের বিপক্ষে হেরে বিদায় নিয়েছেন বাংলাদেশের মোহাম্মদ সেলিম হোসেন।

ফেদারওয়েট ওয়েট ক্যাটাগরিতে ভারতকে হারাতে পারলে কোয়ার্টার ফাইনালে উঠতো বাংলাদেশ। তবে ৫-০ সেটে হেরেছেন সেলিম। এর আগে শারিরিক অসুস্থতার জন্য রিংয়েই নামতে পারনেনি সুরো কৃষ্ণ চাকমা। ম্যাচের পর বাংলানিউজটোয়েন্টিফোরকে সেলিম বলেন, ‘হারের কারণে খারপ লাগছে। ভালো কিছুই প্রত্যাশা ছিল। তবে পারিনি। এই নিয়ে কোনও অজুহাত দিতে চাই না। আগামীতে দেশের জন্য ভালো কিছু করার চেস্টা করে যাবো। ’

সামনের এসএ গেমসকে মূল লক্ষ্য করে এগিয়ে যাওয়ার কথা জানিয়েছেন সেলিম। তিনি বলেন, ‘এই আসরে আমি নিজের সর্বাোচ্চটাই দিতে চেস্টা করেছিলাম। তবে পদকের লড়াই করতে পারিনি। এজন্য দেশবাসির কাছে আমি ক্ষমাপ্রর্থী। ’

‘এসএ গেমসকে সামনে রেখে নিজেকে প্রস্তুত করছি। এবার দেশকে কোনও পদক এনে দিতে না পরলেও আশা করছি এসএ গেমসে দেশকে পদক  এনে দিতে পারবো। ’

বাংলাদেশ সময়: ২২০১ ঘণ্টা, আগষ্ট ০১, ২০২২

এআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।