ঢাকা: যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতন, মারধর ও বাচ্চাসহ বের করে দেওয়ার অভিযোগে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার আল আমিন হোসেনের নামে করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২১ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত।
শুক্রবার (২ সেপ্টেম্বর) এ মামলার এজাহার আদালতে আসে।
সিএমএম আদালতে মিরপুর মডেল থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক শেখ রাকিবুল ইসলাম এ তথ্য জানান।
এর আগে বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) আল আমিনের বিরুদ্ধে স্ত্রী ইসরাত জাহান মিরপুর মডেল থানায় লিখিত অভিযোগ দেন। সেই অভিযোগের ভিত্তিতে শুক্রবার আল আমিনের বিরুদ্ধে মামলা নথিভুক্ত করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, মামলার পরে বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
বাংলাদেশ সময়: ২৩৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০২২
কেআই/এনএইচআর