ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

হকিতে সম্ভাবনা দেখছেন সাকিব

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০২২
হকিতে সম্ভাবনা দেখছেন সাকিব

প্রথমবারের মতো বাংলাদেশে শুরু হতে যাচ্ছে ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক হকি লিগ। আজ (৫ সেপ্টেম্বর) সোমবার টুর্নামেন্টের ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি করেছে পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান এসিই।

 অনেকটা ক্রিকেটের বিপিএলের আদলে আয়োজিত হতে যাচ্ছে ঘরোয়া হকির এই প্রতিযোগিতা।

সোমবার রাজধানীর পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লু’তে বাংলাদেশ হকি ফেডারেশনের সঙ্গে এসিই'র আনুষ্ঠানিক চুক্তি সাক্ষরিত হয়েছে। প্রথমবারের মত আয়োজিত এই টুর্নামেন্টের সবচেয়ে বড় আকর্ষণ বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসান। এবারের লিগে দল কিনেছেন তিনি।

হকিতে অনেক বেশি সম্ভাবানা দেখছেন সাকিব আল হাসান। তিনি বলেন, ‘হকির যে সম্ভাবনা বাংলাদেশে আছে, সেটা আমার মনে হয় অন্য যে কোনও স্পোর্টসের চেয়ে বেশি। তাই হকির সঙ্গে থাকতে পেরে আমি ভীষণ খুশি। ’ 

‘হকি বিশ্বকাপে অংশ নেয় ১৬টি দল। বাংলাদেশ হকি র‌্যাংকিংয়ে ২৭তম অবস্থানে আছে। খুব বেশি তো দূরে না। সবাই চেষ্টা করলে, এখানে সম্মিলিতভাবে উদ্যোগ নিলে বাংলাদেশের হকিতে বিশ্বকাপ খেলা সম্ভব। ’

সাকিব বিকেএসপি থেকে উঠে এসেছেন। সেখানে অন্য সব খেলার পাশাপাশি হকির যত্নও নিতে দেখেছেন তিনি। তখনকার স্মৃতিচারণ করে সাকিব বলেছেন, ‘প্রথমত, বিকেএসপিতে ভর্তি হই। আমার রুমমেট ছিল হকির খেলোয়াড়। আমাদের বড় ভাইরাও ছিল হকিতে। হকির টুর্নামেন্ট দেখতে যেতাম আমাদের হকি মাঠে। সবার হকির প্রতি আলাদা আগ্রহ ছিল। একই জায়গায় আমরা সবাই বড় হয়েছি। ’

শুধু হকিতেই নয়, যে কোনও খেলাতে সম্পৃক্ত থাকতে মুখিয়ে আছেন তিনি, ‘বাংলাদেশের যে কোন খেলাতে থাকতে পারলে আমার জন্য হবে বড় পাওয়া। তবে হকির সঙ্গে থাকতে পেরে খুবই খুশি। ’

সাকিব মনে করেন, খেলাধুলার সঙ্গে থাকতে পারলে মাদক থেকে দূরে থাকা যায়। আরও বলেছেন, ‘সবচেয়ে বড় দিক হলো স্পোর্টস হলো এমন একটা জায়গা, যেখান থেকে আমরা মাদককে দূরে রাখতে পারি। এখন আমি যদি সেই জায়গা থেকে কিছু করার মতো অবস্থায় থাকি, তাহলে কেন সম্পৃক্ত হবো না। ’

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০২২
এআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।