ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

তারার ফুল

ঈশানার কাছে ১৫ প্রশ্ন

প্রথম দর্শনে লিওনেল মেসির প্রেমে পড়েছি

কামরুজ্জামান মিলু, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৪
প্রথম দর্শনে লিওনেল মেসির প্রেমে পড়েছি মৌনতা খান ঈশানা

মৌনতা খান ঈশানা। ২০০৮ সালে ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়ে তার পথচলা শুরু।

এখন ছোট পর্দায় বিজ্ঞাপনচিত্র ও নাটকে নিয়মিত অভিনয় করছেন। বাংলানিউজের তারার ফুলের নিয়মিত আয়োজন ১৫ প্রশ্নের উত্তর দিয়েছেন জনপ্রিয় এই অভিনেত্রী।

১. সারারাত গল্প করার মতো বন্ধু
ঈশানা : হ্যাঁ, পেয়েছি। এখনও সুযোগ পেলে গল্প করি। কিন্তু নাম বলতে চাই না।

২. প্রথম দর্শনে প্রেম
ঈশানা :  প্রথম দর্শনে লিওনেল মেসির প্রেমে পড়েছি।

৩. আবার জন্মালে...
ঈশানা : আবার জন্মালে মাঝে মাঝে ভ্যাম্পায়ার হতে ইচ্ছে করে।

৪. ভূত দেখলে...
ঈশানা : ভূত আমার কাছে রহস্যজনক। এটাকে বিশ্বাস করি না, আবার অবিশ্বাসও করি না। যদি কখনও ভূত দেখেও ফেলি তাহলে জ্ঞান হারাবো।

৫. যে শব্দটা দিনে বেশি ব্যবহার করেন
ঈশানা : ইনশাল্লাহ।

৬. কার প্রতিলিপি বানিয়ে ঘরে রাখতে ইচ্ছে হয়
ঈশানা : মৎসকন্যা কিংবা কোনো পরীর কার্বন কপি রাখতে পারলে ভালো লাগবে।

৭. শ্রেষ্ঠ পাওয়া উপহার
ঈশানা : যে জীবনটা আমি সৃষ্টিকর্তার কাছ থেকে পেয়েছি সেটাই মনে হয় আমার শ্রেষ্ঠ উপহার।

৮. সবচেয়ে আনন্দের দিন
ঈশানা : ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতায় প্রথম রানারআপ হওয়াই আমার সবচেয়ে আনন্দের দিন।

৯. সবচেয়ে দুঃখের দিন
ঈশানা : অনেক আছে। এর মধ্যে অন্যতম আমার নানির (আঙ্গুরি বেগম) মৃত্যু।

১০. টার্নিং পয়েন্ট...
ঈশানা : এখন পর্যন্ত ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতায় অংশগ্রহণই আমার টার্নিং পয়েন্ট মনে করি।

১১. যে বিষয়ে বেশি খুঁতখুঁতে
ঈশানা : ধূলোবালি বা ময়লা সহ্য করতে পারি না। কোনো কারণে হাতে বা পায়ে লেগে গেলে সঙ্গে সঙ্গে তা পরিষ্কার করে ফেলি।

১২. একদিনের রানী হলে...
ঈশানা : আমি এমন একটি ব্যবস্থা করবো যাতে এরপরও সারাজীবন রানী হয়ে থাকতে পারি।

১৩. রাগ হলে
ঈশানা : অনেক রাগ হয়। চুপচাপ থাকতে পারি না। সোরগোল করি। এমনও হয় আয়নার সামনে দাঁড়িয়ে জোরে চেঁচামেচি করতে থাকি।

১৪. ছবি আঁকতে দিলে কার ছবি আঁকবেন?
ঈশানা : আমি তো ছবি আঁকতে পারি না। আর আমি যেটা পারি না সেটা কখনও করতে যাই না।

১৫. বিপদে পড়লে প্রথম কাকে ফোন করেন?
ঈশানা : মাকে ফোন করি। কারণ মা-ই আমার সবচেয়ে আপন।

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

তারার ফুল এর সর্বশেষ