ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

তারার ফুল

ফিল্মফেয়ারের লালগালিচায় যাকে যেমন লাগলো

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০১ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৬
ফিল্মফেয়ারের লালগালিচায় যাকে যেমন লাগলো

মুম্বাইয়ের সরদার বল্লবভাই প্যাটেল স্টেডিয়ামে শুক্রবার (১৫ জানুয়ারি) বসেছিলো ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসের ৬১তম আসর। এই আয়োজনে অংশ নিয়েছেন বলিউডের প্রথম সারির প্রায় সব তারকা।

একেক জন একেক রকম পোশাক পরে এসেছিলেন। কাকে কেমন লাগলো তা পরিস্কার হয়েছে লালগালিচায়। চলুন দেখে নেওয়া যাক ফিল্মফেয়ারে আসা বলিউড অভিনেত্রীদের ছবি।


* শাড়িতে মাধুরী দীক্ষিত।


* কালো কুর্তি ও কমলা লেহেঙ্গায় রাভিনা ট্যান্ডন।


* সাদাকালো গাউনে সোন‍ালি বেন্দ্রে।


* লাল গাউনে দীপিকা পাড়ুকোন।


* ঘিয়া লেহেঙ্গায় সোনম কাপুর।


* কালো রঙা পা খোলা পোশাকে পরিণীতি চোপড়া।


* সাদা-কমলার মিশেলে বানানো ফ্রকে আলিয়া ভাট।


* লাল গাউনে ইলিয়েনা ডি’ক্রুজ।


* কালোতে জ্যাকুলিন ফার্নান্দেজ।


* জালের মতো কালো পোশাকে সানি লিওন।


* হালকা নীল পোশাকে কৃতি স্যানন।


* গাঢ় নীল পোশাকে আথিয়া শেঠি।


* পীচ গাউনে রাধিকা আপ্তে।


* মেরুন রঙা পা খোলা গাউনে সুরভিন চাওলা।


* সাদার ওপর কমলার আবহ রাখা গাউনে নেহা ধুপিয়া।


* কালো কাপড়ে সোনালি সুতায় অ্যামব্রয়ডারি করা গাউনে হুমা কুরেশি।


* লেমন গাউনে অদিতি রাও হায়দারি।


* সোনালি কুর্তা ও বেগুণী লেহেঙ্গা পরে লালগালিচায় হেঁটেছেন ভূমি পেড়নেকর।


* গোলাপি গাউনে কাজল আগারওয়াল।


* সোনালি গাউনে শ্রিয়া সরণ।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৬
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

তারার ফুল এর সর্বশেষ