ঢাকা, সোমবার, ৪ কার্তিক ১৪৩২, ২০ অক্টোবর ২০২৫, ২৭ রবিউস সানি ১৪৪৭

তারার ফুল

সাত নায়িকার সঙ্গে মান্নার ৭ গান (ভিডিও)

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:০৭, ফেব্রুয়ারি ১৭, ২০১৬
সাত নায়িকার সঙ্গে মান্নার ৭ গান (ভিডিও) মান্না

মান্নাকে বলা হয় সর্বাধিক নায়িকার নায়ক। জীবদ্দশায় (২০০৮ সাল পর্যন্ত) তিনি নায়িকা হিসেবে পেয়েছেন দুই বাংলার অধিকাংশ অভিনেত্রীকে।

সব নায়িকার সঙ্গেই তার অভিনীত ছবিগুলোর গান জনপ্রিয় হয়েছে। এ তালিকায় অন্যতম হলেন দিতি, চম্পা, শাহনাজ, মৌসুমী, শাবনূর, পূর্ণিমা, পপি প্রমুখ।

১৯৮৪ সালে এফডিসির ‘নতুন মুখের সন্ধানে’ কার্যক্রমের মাধ্যমে চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন চিত্রনায়ক মান্না। ওই বছরেই মুক্তি পায় তার অভিনীত প্রথম ছবি ‘তওবা’। এরপর সাড়ে তিন শতাধিক ছবিতে অভিনয় করেছেন তিনি। বুধবার (১৭ ফেব্রুয়ারি) জনপ্রিয় এই নায়কের মৃত্যুদিন। উপভোগ করুন মান্না অভিনীত জনপ্রিয় সাতটি রোমান্টিক গানের ভিডিও।    

* মৌসুমীর সঙ্গে ‘লুটতরাজ’ ছবির ‘অনন্ত প্রেম’ :


* পপির সঙ্গে ‘লাল বাদশা’ ছবির ‘আরও আগে কেনো তুমি এলে না’ :


* চম্পার সঙ্গে ‘শেষ খেলা’ ছবির ‘সুন্দর সন্ধ্যায়’ :


* শাবনূরের সঙ্গে ‘সমাজকে বদলে দাও’ ছবির ‘আমার মানবজমিন’ :


* শাহনাজের সঙ্গে ‘তোমাকে ভালোবেসে’ :


* দিতির সঙ্গে ‘তুমি নাই কিছু নাই’ :
 

* শাবনূর-পুর্ণিমার সঙ্গে ‘স্বামী-স্ত্রীর যুদ্ধ’ ছবির ‘ভালেবাসি এ কথাটি’ :


বাংলাদেশ সময়: ১৩০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৬
এসও/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

তারার ফুল এর সর্বশেষ