‘সিলেটি ছাড়া আমি মাততাম ফারি না, খুব কষ্ট অয়, এরলাগি আমার মাত তাই (মাহিয়া মাহি) বুজিলায়-’ কথাগুলো বলেছেন চিত্রনায়িকা মাহির স্বামী মাহমুদ পারভেজ অপু। সিলেটের গর্বিত সন্তান অপু জীবনসঙ্গী হিসেবে মাহিকে পেয়ে আনন্দিত।
অপু জানান, প্রায় ৩০ ভাগ সিলেটি ভাষা শিখে ফেলেছেন মাহি। বাকি ৭০ ভাগ সিলেট গিয়ে শিখবেন এই নায়িকা। চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় নায়িকা মাহির পরিচিতি বাড়লো সিলেটের বউ হিসেবে। তাই পুরোদস্তুর সিলেটি হওয়ার প্রস্তুতি নিয়েছেন। এজন্য স্বামী অপু সবসময় তার সঙ্গে সিলেটের ভাষায় কথা বলেন। মাহি বউ সেজে সিলেটে শ্বশুর বাড়ি যাবেন জুলাইয়ের শেষ দিকে।
মাহি-অপুর বিয়ের পরের দিন বৃহস্পতিবার (২৬ মে) দুপুরে বাংলানিউজের সঙ্গে একান্ত আলাপকালে এসব কথা জানিয়েছেন মাহির স্বামী সিলেটের কমদতলী এলাকার তরুণ ব্যবসায়ী মাহমুদ পারভেজ অপু। লন্ডন থেকে কম্পিউটার অ্যান্ড ইনফেরমেশন সিস্টেম (সিআইএস)-এ উচ্চতর শিক্ষা শেষে অপু এখন পারিবারিক ব্যবসায় মনোযোগ দিয়েছেন।
কথায় কথায় জানালেন যে, অপু বেশি সময় দেন ব্রিক ফিল্ডের ব্যবসায়। এছাড়া অন্যান্য ব্যবসাও তাকে দেখাশোনা করতে হয়।
অপু বলেন, ‘এটা আমাদের ফ্যামেলি বিজনেস বলতে পারেন। পাশাপাশি আরও ব্যবসা-বাণিজ্য আছে। যা নিয়ে ব্যস্ত থাকতে হয়। ’
অপু আরও জানান, সিলেট মাহির খুব পছন্দের জায়গা। আর সবচেয়ে প্রথম পছন্দ সিলেটের বিছানাকান্দি। বিছানাকান্দিতে যেতে মাহির খুব আগ্রহ।
সিলেটের আদি বাসিন্দা মাহমুদ পারভেজ অপুর ঢাকায়ও বাসা আছে। ব্যবসাসহ বিভিন্ন কাজে ঢাকায় এলে তিনি বসুন্ধরা আবাসিক এলাকার বাসাতেই থাকেন।
অপু তার সঙ্গে মাহির প্রথম পরিচয় সিলেটেই। চারবছর আগে মাহি একটি ছবির শ্যুটিং করতে সিলেট গিয়েছিলেন, সেই সময়।
অপুর এক বন্ধুর বন্ধু মাহিয়া মাহি। ওই বন্ধুর মাধ্যমেই মাহিয়া মাহির সঙ্গে তার প্রথম পরিচয়- জানান অপু।
এরপর বিভিন্ন সময় দেখা-সাক্ষাৎ ও কথাবার্তা হয়েছে। আর বিয়ে হয়েছে পারিবারিকভাবে, দুই পরিবারের পছন্দের ভিত্তিতে।
বাংলাদেশ সময়: ১৩১১ ঘণ্টা, মে ২৭, ২০১৬
এসএ/এসও