ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

তারার ফুল

তারকার অজানা অধ্যায়

বাস কন্ডাক্টর ছিলেন রজনীকান্ত

নিউজরুম এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৩ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৬
বাস কন্ডাক্টর ছিলেন রজনীকান্ত রজনীকান্ত

তারকাদের জীবন বর্ণিল। তারকা হলেই সামনে এসে ধরা দেয় বিলাসবহুল জীবনযাপন।

বিখ্যাত সব তারকাকে ঘিরে ভক্তদের উন্মাদনা থাকে তুঙ্গে। তাদের অনেকের জীবন কেটেছে সাদামাটাভাবে। সেইসব তারকার কথা নিয়েই তারার ফুলের নতুন আয়োজন ‘তারকার অজানা অধ্যায়’। আজ রয়েছে ভারতের দক্ষিণী ছবির সুপারস্টার রজনীকান্তর কথা।

রজনীকান্তর খ্যাতি দুনিয়াজোড়া। তার প্রকৃত নাম শিবাজি রাও গায়েকোয়াড়। ৬৫ বছর বয়সী এই তারকার ম্যানারিজম ও সংলাপ বলার স্টাইল অনন্য। ভক্তদের কাছে তিনি দেবতার মতো। তার নতুন ছবি মুক্তি পেলেই বেড়ে যায় উন্মাদনা। এই যেমন এখন বিশ্বব্যাপী ‘কাবালি’র জয়জয়কার। তার এক একটি ছবি শত শত কোটি রুপি আয় করে।

চমকপ্রদ তথ্য হলো, তারকা হওয়ার আগে বেঙ্গালুরু পরিবহন সেবার বাস কন্ডাক্টর ছিলেন রজনীকান্ত! ১৯৭৩ সালে অভিনয়ে ডিপ্লোমা নেওয়ার জন্য মাদ্রাজ ফিল্ম ইনস্টিটিউটে যোগ দেন তিনি। এর দুই বছর পর তামিল ছবি ‘অপূর্ব রাগাঙ্গাল’-এর মাধ্যমে রূপালি পর্দায় অভিষেক হয় তার। অল্প সময়ে তিনি হয়ে ওঠেন সুপারস্টার।

বাংলাদেশ সময় : ১৫৫২ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

তারার ফুল এর সর্বশেষ