ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

তারার ফুল

আমি এক্সাইটেড: নুসরাত ফারিয়া

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৮ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১৭
আমি এক্সাইটেড: নুসরাত ফারিয়া চিত্রনায়িকা নুসরাত ফারিয়া (বাংলানিউজ, ফাইল ছবি)

ঢাকা: কয়েকদিন হলো নুসরাত ফারিয়া তার নতুন ছবি ‘ইন্সপেক্টর নটি.কে’র ডাবিং শেষ করেছেন। ছবিটি রয়েছে মুক্তি অপেক্ষায়। বাংলানিউজকে শনিবার (০৯ ডিসেম্বর) জানালেন আসছে বছর জানুয়ারিতে কলকাতায় মুক্তি পেতে যাচ্ছে ছবিটি।

ফারিয়া বলেন, ‘ইন্সপেক্টর নটি.কে’ নিয়ে আমি খুব এক্সাইটেড। কাজ বেশ ভালো হয়েছে।

জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে পশ্চিমবঙ্গে মুক্তি পাবে। কিছু দিন পর প্রচারণায় অংশ নিতে আমি সেখানে যাবো। এবার আমরা বেশ কিছু নতুন পরিকল্পনা বাস্তবয়ান করবো। চিত্রনায়িকা নুসরাত ফারিয়া (বাংলানিউজ, ফাইল ছবি)‘বাদশা’ ও ‘ডন-২’র পর জিৎ-ফারিয়া জুটির এটি তৃতীয় চলচ্চিত্র। দুজনই পুলিশের চরিত্রে অভিনয় করেছেন। পরিচালনা করেছেন ওই বাংলার নির্মাতা অশোক পাতি। ছবিটি যৌথভাবে প্রযোজনা করছে বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ও জিতের নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান জিৎস ফিল্মওয়ার্ক।  

রোমান্টিক কমেডি ধাঁচের সিনেমাটির শ্যুটিং হয়েছে ইতালি, থাইল্যান্ড ও ভারতের বিভিন্ন লোকেশনে।

বাংলাদেশ সময়: ২১১৬ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৭
জেআইএম/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

তারার ফুল এর সর্বশেষ