ঢাকা: টরোন্টোয় রজার্স কাপের ফাইনালে উঠেছেন টেনিস বিশ্বের শীর্ষ তারকা নোভাক জোকোভিচ। সেমিফাইনালে তিনি ১০ নম্বর বাছাই গায়েল মনফিলসকে হারান।
শেষ চারের প্রথম ম্যাচে জাপানের নিশিকোরি ৭-৬ (৮-৬) ও ৬-১ সেটে হারান সুইস তারকা ওয়ারিঙ্কাকে। এর আগে ২৬ বছর বয়সী এ তারকা উইম্বলডনের চতুর্থ রাউন্ড থেকে ইনজুরির কারণে সরে দাঁড়িয়েছিলেন। তবে এদিন দুর্দান্ত ভাবে জিতে ফাইনাল নিশ্চিত করেন।
আসরের দ্বিতীয় সেমিফাইনালে মনফিলসকে দাঁড়াতেই দেননি সার্বিয়ান তারকা জোকোভিচ। ৬-৩ ও ৬-২ সেটে জয় পান তিনি। উইম্বলডনে জোকোভিচ অঘটনের শিকার হয়ে আসরের শুরুর দিকেই বাদ পড়েছিলেন।
এদিকে নিশিকোরির বিপক্ষে জোকোভিচের রেকর্ড অসাধারণ। এখন পর্যন্ত ১১ ম্যাচের মধ্যে ৯টিতেই জয় পেয়েছেন তিনি। এছাড়া শেষ আট ম্যাচেই জয় নিয়ে মাঠ ছেড়েছেন সার্বিয়ান তারকা।
বাংলাদেশ সময়: ১৪০৮ ঘণ্টা, ৩১ জুলাই, ২০১৬
এমএমএস