ঢাকা: একদিন আগেই ছেলেদের ডাবলসে স্বদেশি মার্ক লোপেজকে সঙ্গে নিয়ে জিতেছিলেন স্বর্ণ। তবে এককে জেতা হলো না।
সেমিফাইনালের লড়াইটা বেশ জমেছিল। তবে তিন ঘণ্টার বেশি এই ম্যাচে শেষ পর্যন্ত ৫-৭, ৬-৪ ও ৭-৬ (৭-৫) সেটে হেরে যান ২০০৮ বেইজিং অলিম্পিক জয়ী নাদাল। আর সেই সঙ্গে ফাইনাল নিশ্চিত করেন পুরুষ এককের ১৪১ নম্বরে থাকা দেল পোত্রো। যদিও ইনজুরির কারণে দীর্ঘ সময় পর এই আসরে কোর্টে ফিরেছেন ২০০৯ ইউএস ওপেন জয়ী দেল পোত্রো।
এদিকে অন্য সেমিফাইনালে জাপানের কেই নিশিকোরিকে ৬-১, ৬-৪ সেটে হারিয়ে ফাইনালে উঠে গেছেন ব্রিটিশ টেনিস তারকা মারে। এবার স্বর্ণ জিতলে অলিম্পিক টেনিসের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে এককের সোনা ধরে রাখবেন মারে। এর আগে কোনো খেলোয়াড় এমন কীর্তি গড়তে পারেননি।
বাংলাদেশ সময়: ১২১৬ ঘণ্টা, ১৪ আগস্ট, ২০১৬
এমএমএস