ঢাকা: রিও অলিম্পিকের হতাশা কাটিয়ে দুর্দান্ত জয়ে ইউএস ওপেন শুরু করলেন ওয়ার্ল্ড নাম্বার ওয়ান সেরেনা উইলিয়ামস। মার্কিন আইকনের বড় বোন ভেনাস উইলিয়ামস অবশ্য তিন সেটের কষ্টার্জিত জয়ে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছেন।
নিউইয়র্কের ইউএসটিএ বিলি জিন কিং ন্যাশনাল টেনিস সেন্টারে সেরেনার বিপক্ষে ছয়টি গেম জিতলেও সরাসরি সেটেই হার মানেন রাশিয়ান ইকাতেরিনা মাকারোভা। দুই সেটই সমান ৬-৩ গেমে জিতে নেন ২২ বারের গ্র্যান্ড স্লাম জয়ী।
অপর ম্যাচে কাতেরিনা কোজলোভাকে প্রথম সেটে ৬-২ গেমে উড়িয়ে দেন ভেনাস। কিন্তু পরেরটিতেই ৭-৫ গেমে ঘুঁরে দাঁড়ান ২২ বছর বয়সী ইউক্রেন তরুণী। তৃতীয় সেটেও দু’জনের প্রতিদ্বন্দ্বিতা উপভোগ করেন দর্শকরা। তবে ভক্তদের নিরাশ করেননি সাবেক বিশ্বসেরা। ৬-৪ গেমের জয়ে প্রথম রাউন্ডের বাধা পার করেন।
তৃতীয় রাউন্ড নিশ্চিতের ম্যাচে স্বদেশী ভানিয়া কিংয়ের বিপক্ষে কোর্টে নামবেন সেরেনা। ভেনাসের প্রতিপক্ষ জার্মানির জুলিয়া জর্জেস।
বাংলাদেশ সময়: ০৯৩৭ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৬
এমআরএম