ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

টেনিস

জোকোভিচের বিদায়, ফাইনালে মারে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৩ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৬
জোকোভিচের বিদায়, ফাইনালে মারে জোকোভিচ-মারে-ছবি:সংগৃহীত

ঢাকা: অঘটনের শিকার হয়ে সাংহাই মাস্টার্স টেনিসের সেমিফাইনাল থেকে বিদায় নিলেন পুরুষ টেনিসের শীর্ষ তারকা নোভাক জোকোভিচ। তবে শেষ চারের অন্য খেলায় দুই নম্বর তারকা অ্যান্ডি মারে সহজ জয় নিয়ে ফাইনাল নিশ্চিত করেছেন।

এদিন ১৫ নম্বর বাছাই স্প্যানিশ রোবের্টো বাউটিস্টা আগুটের বিপক্ষে ফাইনালে যাওয়ার লড়াইয়ে নামেন সার্বিয়ান তারকা জোকোভিচ। তবে প্রথম দুই সেটেই তেমন কোনো প্রতিদ্বন্দ্বিতা করতে না পারা ১২টি গ্র্যান্ডস্ল্যামের মালিক জোকোভিচ হেরে বসেন। তিনি ৬-৪ ও ৬-৪ সেটে হার মেনে বিদায় নেন।

অপরদিকে এবারের আসরে দুর্দান্ত খেলা মারে নিজের দাপট অব্যাহত রেখেই জয় তুলে নেন। জাইলস সিমনকে ৬-৪ ও ৬-৩ সেটে হারান বৃটিশ তারকা মারে। আর ফাইনালের লড়াইয়ে এই ট্রফিটি যদি জিততে পারেন মারে তবে হয়তো জোকোভিচকে পেছনে ফেলে ক্যারিয়ারে প্রথমবারের মতো শীর্ষে জায়াগা করে নেবেন তিনি।

বাংলাদেশ সময়: ১১০৯ ঘণ্টা, ১৬ অক্টোবর, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

টেনিস এর সর্বশেষ