ঢাকা: প্রায় তিন বছর পর (৩৩ মাস) শিরোপা খরা কাটালেন হুয়ান মার্টিন দেল পোত্রো। স্টোকহোম ওপেনে ষষ্ঠ বাছাই জ্যাক সোককে ৭-৫ ও ৬-১ সেটে হারিয়ে ট্রফির স্বাদ পান এ আর্জেন্টাইন।
অবশ্য বাজে ফর্মের কারণে নয়, ইনজুরিই মূলত পিছিয়ে রেখেছিল দেল পোত্রেকে। সম্প্রতিক বছরগুলোতে কবজির ইনজুরিতে ভুগছিলেন তিনি। এর আগে সর্বশেষ ২০১৪ সিডনি ওপেনে জিতেছিলেন।
সাবেক ইউএস ওপেন জয়ী এ তারকা শিরোপা জয়ের আগে ৬৩ নম্বরে চলে গিয়েছিলেন। তবে ফাইনাল ম্যাচে ১ ঘণ্টা ২০ মিনিট সময় লাগে তার ট্রফি উঁচিয়ে ধরতে।
ইনজুরি থেকে ফিরেই গত রিও অলিম্পিকে রানারআপ হয়েছিলেন তিনি।
বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, ২৪ অক্টোবর, ২০১৬
এমএমএস