ঢাকা: নোভাক জোকোভিচের ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন অ্যান্ডি মারে! ভিয়েনা ওপেন জিতে র্যাংকিংয়ের শীর্ষস্থান দখলের মিশনে আরো এক ধাপ এগিয়ে গেলেন ব্রিটিশ নাম্বার ওয়ান। অধরা স্বপ্ন পূরণে তার সামনে আরেকটি টুর্নামেন্টের চ্যালেঞ্জ অপেক্ষা করছে।
ফ্রান্সের জো উইলফ্রেড সোঙ্গাকে সরাসরি সেটে হারিয়ে শিরোপা উল্লাসে মাতেন মারে। প্রথম সেটের জয়টি আসে ৬-৩ গেমের ব্যবধানে। তবে দ্বিতীয় সেটে দু’জনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই-ই হয়। কঠিন প্রতিদ্বন্দ্বিতার টাইব্রেকারে গিয়ে ম্যাচের নিষ্পত্তি ঘটে। ৭-৬ (৮-৬) গেমের ফলাফলে ভক্ত-সমর্থকদের উচ্ছ্বাসে ভাসান যুক্তরাজ্যের অলিম্পিক হিরো।
এক বছরের বিরতিতে আবারো ভিয়েনা ওপেনের ট্রফি উঠলো মারের হাতে। এ নিয়ে টানা তিনটি টুর্নামেন্ট ও টানা ১৫টি সিঙ্গেল ম্যাচ জিতলেন ২৯ বছর বয়সী এ টেনিস সেনসেশন। চলতি মাসেই চায়না ওপেন ও সাংহাই রোলেক্স মাস্টার্সে ব্যাক টু ব্যাক শিরোপা জেতেন তিনবারের গ্র্যান্ড স্লাম জয়ী।
মারের লক্ষ্য এবার সবাইকে ছাড়িয়ে চূড়ায় ওঠার। প্রথমবারের মতো র্যাংকিংয়ের দ্বিতীয়স্থান লাভের পর সাত বছরেরও অধিক সময় পার হয়ে গেছে। বর্তমানে ক্যারিয়ারের সবচেয়ে সেরা সময় পার করছেন তিনি। বিশ্বসেরা হওয়ার স্বপ্ন তো দেখতেই পারেন। সামনে একমাত্র বাধা জোকোভিচ।
লক্ষ্য পূরণে দুর্দান্ত গতিতেই ছুটছেন মারে। চলতি মৌসুমে সার্বিয়ান আইকন জোকোভিচের সমান সাতটি টাইটেল জিতেছেন। প্যারিস মাস্টার্সেই (২৯ অক্টোবর থেকে ৬ নভেম্বর) দু’জনের দ্বৈরথ উপভোগ করবে টেনিস বিশ্ব।
এই ইভেন্ট দিয়েই নির্ধারিত হতে পারে মারে ও জোকোভিচের ভাগ্য। মারের সামনে থাকছে সাবেক অস্ট্রেলিয়ান তারকা জন নিউকোম্বেকে (১৯৭৪) ছাপিয়ে সবচেয়ে বেশি বয়সে নাম্বার ওয়ান পজিশনে বসার সুবর্ণ সুযোগ। সেক্ষেত্রে জিততে হবে শিরোপা।
তবে বাধার দেয়ার হয়ে দাঁড়ানোর সর্বোচ্চ চেষ্টাই করবেন গত তিন আসরের হ্যাটট্রিক চ্যাম্পিয়ন জোকোভিচ। ফাইনালে উঠতে ব্যর্থ হলেই মারের স্বপ্ন পূরণ হবে। আর জোকোভিচ যদি সেমির আগেই বিদায় নেন, শুধুমাত্র ফাইনাল নিশ্চিত করতে পারলেই টেনিসে নতুন অধ্যায় রচিত হবে। ৭ নভেম্বর ব্রিটিশদের জন্য নতুন ওয়ার্ল্ড নাম্বার ওয়ান হওয়ার গৌরব বয়ে আনবেন অ্যান্ডি মারে।
বাংলাদেশ সময়: ১০১৫ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৬
এমআরএম