ঢাকা: ওয়ার্ল্ড নাম্বার ওয়ান র্যাংকিং নিয়ে মারে-জোকোভিচ লড়াই অব্যাহত! দু’জনই প্যারিস মাস্টার্সের (বিএনপি পারিবাস মাস্টার্স) কোয়ার্টার ফাইনালে উঠে গেছেন। সব ঠিক থাকলে ফাইনালে একে অপরের মুখোমুখি হবেন।
প্যারিসে অনুষ্ঠিত তৃতীয় রাউন্ডের ম্যাচটিতে অনায়াসেই জয় তুলে নেন মারে। তার সামনে দাঁড়াতেই পারেননি ফ্রেঞ্চ তরুণ লুকাস পাউলি। ৬-৩, ৬-০ গেমের দাপুটে পারফরম্যান্সে শেষ আটে পা রাখেন ব্রিটিশ নাম্বার ওয়ান।
অন্যদিকে, ঘাম ঝরানো জয়ই পেয়েছেন জোকোভিচ। বুলগেরিয়ান গ্রিগর দিমিত্রভের কাছে প্রথম সেটেই ৪-৬ গেমে হেরে বসেন। তবে দ্বিতীয় সেটে (৬-২) দুর্দান্তভাবেই ঘুরে দাঁড়ান। আর লড়াইয়ে ফিরতে পারেননি দিমিত্রম। তৃতীয় সেটে ৬-৩ গেমের ফলাফলে কোয়ার্টার নিশ্চিত করেন সার্বিয়ান টেনিস আইকন।
সেমিতে ওঠার লক্ষ্যে ক্রোয়েশিয়ান মেরিন সিলিসের মুখোমুখি হবেন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন জোকোভিচ। চেক তারকা টমাস বার্ডিচের বিপক্ষে কোর্টে নামবেন মারে।
প্রসঙ্গত, এবারের আসরে জোকোভিচ ফাইনালে উঠতে ব্যর্থ হলেই কেবল মারের র্যাংকিংয়ের চূড়ায় ওঠার সুযোগ থাকবে। সেক্ষেত্রে চ্যাম্পিয়ন হওয়ার বিকল্প নেই। আর জোকোভিচ যদি সেমির আগে বাদ পড়েন তাহলে শিরোপা নির্ধারণী ম্যাচে পা রাখলেই ব্রিটিশ তারকার অধরা স্বপ্ন পূরণ হবে।
বাংলাদেশ সময়: ১০৪৩ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১৬
এমআরএম