ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

টেনিস

ওয়ার্ল্ড নাম্বার ওয়ান ট্রফি হাতে মারে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১৯ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৬
ওয়ার্ল্ড নাম্বার ওয়ান ট্রফি হাতে মারে ছবি: সংগৃহীত

সম্প্রতি নোভাক জোকোভিচকে হটিয়ে প্রথমবারের মতো র‌্যাংকিংয়ের শীর্ষে ওঠার গৌরব অর্জন করেন অ্যান্ডি মারে। এবার বিশ্বসেরার পুরস্কারও হাতে পেলেন দুর্দান্ত ফর্মে থাকা ব্রিটিশ সেনসেশন।

ঢাকা: সম্প্রতি নোভাক জোকোভিচকে হটিয়ে প্রথমবারের মতো র‌্যাংকিংয়ের শীর্ষে ওঠার গৌরব অর্জন করেন অ্যান্ডি মারে। এবার বিশ্বসেরার পুরস্কারও হাতে পেলেন দুর্দান্ত ফর্মে থাকা ব্রিটিশ সেনসেশন।

লন্ডনে অনুষ্ঠেয় ‘এটিপি ওযার্ল্ড ট্যুর ফাইনালস’ টুর্নামেন্ট সামনে রেখে এক জাকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানেই ওয়ার্ল্ড নাম্বার ওয়ান ট্রফির দেখা পান ২৯ বছর বয়সী এ টেনিস তারকা। ‍

প্যারিস মাস্টার্সে (বিএনপি পারিবাস মাস্টার্স) জোকোভিচ সেমির আগে বাদ পড়ায় ফাইনাল নিশ্চিত করেই অধরা স্বপ্ন পূরণ হয় মারের। শিরোপা জেতার (৬ নভেম্বর) মধ্য দিয়ে সেই উদযাপন পূর্ণতা পায়।

আগামী রোববার (১৩ নভেম্বর) মৌসুমের শেষ ইভেন্ট এটিপি ওযার্ল্ড ট্যুর ফাইনালস’র পর্দা উঠবে। ফাইনাল ২০ নভেম্বর। যেখানে অংশ নেবেন বিশ্বের সেরা আটজন সিঙ্গেল খেলোয়াড়। প্রত্যেকেই ‘মারেময়’ রাতটিতে উপস্থিতি ছিলেন।

মঞ্চে বেশ হাস্যোজ্জ্বল ভঙ্গিতে বহুল প্রতীক্ষিত ট্রফি হাতে নেন রিও অলিম্পিক হিরো মারে। পাশে দাঁড়িয়ে করতালি দিয়ে প্রতিদ্বন্দ্বীকে সাধুবাদ জানান জোকোভিচ। সার্বিয়ান আইকন ছাড়াও মেরিন সিলিচ, স্ট্যান ওয়ারিঙ্কা, মিলোস ‍রাওনিক, কেই নিশিকোরি, গায়েল মনফিলস ও ডমিনিক থিয়েমের সঙ্গে একই ফ্রেমবন্দি হন মারে।

বাংলাদেশ সময়: ১২১৭ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

টেনিস এর সর্বশেষ