ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

টেনিস

আন্তর্জাতিক জুনিয়র টেনিসে ভারতের আধিপত্য

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২০ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৬
আন্তর্জাতিক জুনিয়র টেনিসে ভারতের আধিপত্য ছবি: সংগৃহীত

রাজশাহীর জাফর ইমাম টেনিস কমপ্লেক্সে টুর্নামেন্টের বালক এককের ১৬টি, বালিকা এককের ৮টি (দ্বিতীয় রাউন্ড) এবং বালক দ্বৈতের ৮টি, বালিকা দ্বৈতের ৬টি (প্রথম রাউন্ড) সহ মোট ৩৮টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

ঢাকা: রাজশাহীর জাফর ইমাম টেনিস কমপ্লেক্সে চলছে ‘ইন্টারন্যাশনাল জুনিয়র টেনিস চ্যাম্পিয়নশিপ-২০১৬’। সাতদিন ব্যাপী এই প্রতিযোগিতা ১৯ নভেম্বর শেষ হবে।

এই প্রতিযোগিতায় কো-স্পন্সর হিসেবে রয়েছে ওয়ালটন গ্রুপের জনপ্রিয় ব্র্যান্ড মার্সেল।

মঙ্গলবার (১৫ নভেম্বর) টুর্নামেন্টের বালক এককের ১৬টি, বালিকা এককের ৮টি (দ্বিতীয় রাউন্ড) এবং বালক দ্বৈতের ৮টি, বালিকা দ্বৈতের ৬টি (প্রথম রাউন্ড) সহ মোট ৩৮টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

বালক এককে ভারতের করণ প্রীভাস্তাভা বাংলাদেশের মোহাম্মদ সাকিবকে ৬-০, ৬-০ সেটে, ভারতের অর্জুন চান্নাথিমসিহা হোন্নাপা বাংলাদেশের মো: ইসতিয়াককে ৬-১, ৬-১ সেটে, ভারতে রিশিকৃষ্ণ অ্যায়াম্পন কোরিয়ার ডাহেন কিমকে ৬-৪, ২-৬, ৭-৬ (১) সেটে, চায়নার বয়ু চেন বাংলাদেশের মো: ইফতেখার শেখকে ৬-৩, ৬-৪ সেটে, ভারতের সিদ্ধার্ত ঠাকরান চায়নার গুয়াংসেন ওয়েনকে ৬-৩, ৬-০ সেটে, কোরিয়া কি বাম কিস ভারতের সারাং পাদনিসকে ৭-৬ (৫), ৩-৬, ৬-২ সেটে পরাজিত করে বালক এককে উত্তীর্ণ হয়েছে।

এবারের টুর্নামেন্টে ১১ টি দেশের ১০২ জন বালক ও বালিকা খেলোয়াড় অংশগ্রহণ করেছে।

বাংলাদেশ সময়: ১৮১৭ ঘণ্টা, ১৫ নভেম্বর ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

টেনিস এর সর্বশেষ