রাজশাহী: রাজশাহীর জাফর ইমাম টেনিস কমপ্লেক্সে শুরু হয়েছে ইন্টারন্যাশনাল জুনিয়র টেনিস চ্যাম্পিয়নশিপ-২০১৬। সাতদিন ব্যাপী এই প্রতিযোগিতা ১৯ নভেম্বর শেষ হবে।
বুধবার (১৬ নভেম্বর) জাফর ইমাম টেনিস কমপ্লেক্সে অনুষ্ঠিত রাজশাহী ইন্টারন্যাশনাল জুনিয়র টেনিস চ্যাম্পিয়নশিপের বালক এককের ৮টি, বালিকা এককের ৪টি খেলা এবং বালক দ্বৈত ৮টি, বালিকা দ্বৈত ৭টি খেলার প্রথম রাউন্ডের মোট ২৭টি খেলা অনুষ্ঠিত হয়েছে।
আজকের ম্যাচে চায়নার ইউজিআও চি কোরিয়ার চাও হুয়ান সিম কে ৬-১, ৬-১ সেটে পরাজিত করেন, ইন্ডিয়ার রিসিকৃষ্ণা আয়নাপ্পা জাপানের রিও ওয়াটানবি কে ৩-৬, ৬-১, ৬-৪ সেটে পরাজিত করেন, চায়নার জিং ইয়াং ইন্ডিয়ার হার্সা সাই চাওলাকে ৬-৩, ৬-৭, ৯-৭ সেটে পরাজিত করেন, ইন্ডিয়ার তানিশা কায়শাপ কোরিয়ার জি মিন পার্ককে ৬-৭, ৬-১, ৬-৩ সেটে পরাজিত করেন, চায়নার ইয়াওয়ি হু ভারতের মুশকান গুপ্তাকে ৬-২, ৭-৬ সেটে পরাজিত করেন, ইন্ডিয়া কারান শ্রিভাস্তভ চাইনার বুয়া চেনকে ৬-১, ৬-৩ সেটে পরাজিত করেন, ইন্ডিয়ার সিদ্ধার্ত ঠাকরান কোরিয়ার কি বাম কিম কে ৬-৪, ১-৬, ৬-১ সেটে পরাজিত করেন।
এছাড়া ইন্ডিয়ার জুন চানাথিমিয়া হোনাপ্পা কোরিয়ার ওনসিওক লি কে ৭-৬, ৬-১ সেটে পরাজিত করেন, আমেরিকার অর্জুন মারিয়াপ্পা মালয়েশিয়া এর ইউগানতাসার গানেসান কে ৬-২, ৬-১ সেটে পরাজিত করেন, ইন্ডিয়ার মৃত্যুঞ্জয় বাদোলা চাইনার সাও ইং ওয়াং ৬-২, ৬-৪ সেটে পরাজিত করেন, ইউএসএর নিকিত রেডি ইন্ডিয়ার আচিন্ত ভাগাত কে ৬-২, ২-৬, ৬-৩ সেটে পরাজিত করেন।
বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, ১৬ নভেম্বর ২০১৬
এমআরপি